সামাজিক মাধ্যমে বলিউডের সবচেয়ে প্রভাবশালী তারকা আনুশকা

সামাজিক মাধ্যমে বলিউডের সবচেয়ে প্রভাবশালী তারকা আনুশকা
দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়াকে পিছনে ফেলে সামাজিক মাধ্যমে বলিউডের সবচেয়ে আকর্ষণীয় এবং প্রভাবশালী হলেন আনুশকা শর্মা।

ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলিকে বিয়ে করার পর থেকেই আনুশকা শর্মা সামাজিক মাধ্যমেও বেশ চর্চিত  হয়ে উঠেছেন।

ইন্ডিয়া টুডে সূত্রে খবর, যুক্তরাষ্ট্রভিত্তিক স্কোর ট্রেন্ডস নামক একটি আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা সব ভাষার সংবাদমাধ্যমের উপর সমীক্ষা চালিয়ে খবরের শিরোনামে থাকা তারকাদের অবস্থান নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে।

এই সংস্থা ফেইসবুক, টুইটার, প্রিন্ট পাবলিকেশন, সামাজিক মাধ্যমের ভাইরাল খবর এবং ডিজিটাল প্ল্যাটফর্ম সহ ভারতের ১৪টি ভাষার সামাজিক মাধ্যম থেকে এই তথ্য সংগ্রহ করেছে।

সবেতেই এগিয়ে রয়েছেন আনুশকা । ৭১.৯০ নম্বর নিয়ে তালিকার শীর্ষে তিনি ।

দ্বিতীয় স্থানে থাকা প্রিয়াঙ্কা চোপড়া অনেকটাই পিছিয়ে তার প্রাপ্ত নম্বর ৫০.৩৪। তৃতীয় স্থানে আছেন ‘পদ্মাবত’‌ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার নম্বর ৪০.‌০৯। এই তালিকার চতুর্থ অবস্থানে রয়েছেন কঙ্গনা রানাউত। তার নম্বর ৩১.৭৮ ।

এই তালিকার প্রথম দশে রয়েছেন সানি লিওনি, সোনম কাপুর, শ্রদ্ধা কাপুর, বিদ্যা বালন, তাপসী পান্নু এবং মাধুরী দীক্ষিত।

বোঝাই যাচ্ছে আনুশকা শর্মা সাম্প্রতিক কালে সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছেন। তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার কাজ নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। সামাজিক মাধ্যমে তাই আনুশকার অবস্থান সবার চেয়ে অনেক এগিয়ে ।