হিগুয়াইনের নৈপুণ্যে ইউভেন্তুসের জয়
নিজে গোল করানোর পাশাপাশি সতীর্থকে দিয়েও গোল করালেন গনসালো হিগুয়াইন। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের নৈপুণ্যে সেরি আয় আতালান্তাকে সহজেই হারিয়েছে ইউভেন্তুস।
বুধবার রাতে ২-০ গোলে জিতে ইউভেন্তুস। ২৮ ম্যাচে ২৪ জয় ও দুই ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে এগিয়ে আছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি।
নিজেদের মাঠে ২৯তম মিনিটে হিগুয়াইনের গোলে এগিয়ে যায় ইউভেন্তুস। বাঁ-দিক থেকে দগলাস কস্তার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ভেতরের ডান দিক থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এবারের লিগে হিগুয়াইনের গোল হলো ১৪টি।
৭৯তম মিনিটে জানলুকা মানচিনি দ্বিতীয় হলুদ কার্ড পেলে আতালান্তার শক্তি আরও কমে। দুই মিনিট পর হিগুয়াইনের বাড়ানো বল লক্ষ্যে পৌঁছে ব্যবধান দ্বিগুণ করে আতালান্তার ম্যাচে ফেরা আরও কঠিন করে দেন ব্লেইজ মাতুইদি।
২৭ ম্যাচে অষ্টম হারের স্বাদ পাওয়া আতালান্তা ৪১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে।