আগের মতো ‘স্বার্থপর নন’ মেসি
লিওনেল মেসি স্বার্থপর, এমন অভিযোগ কখনোই ছিল না। তবে বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড নিজেই জানালেন, আগের চেয়ে এখন তিনি আরও বেশি দলের জন্য খেলেন।
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৪ গোল করেছেন আর্জেন্টাইন তারকা। তার নৈপুণ্যে ভর করে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে আছে এরনেস্তো ভালভেরদের দল।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় চেলসির বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জয়ে তিনটি গোলই করেন মেসি। উসমান দেম্বেলের করা অন্যটিতেও অবদান ছিল তার।
সম্প্রতি এক টিভি শোতে মেসি বলেন, “আগে আমি বল দখলে নিয়ে নিজে খেলার চেষ্টা করতাম। এখন আমি দলকে বেশি খেলাতে, বেশি পাস দিতে ও স্বার্থপর না হওয়ার চেষ্টা করি।”
“অন্য পজিশনে থেকে আমি দলকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। সব সময় যেমন করেছি এখনও আমি তেমনই দৌড়াই কিন্তু অন্যভাবে।”
রোববার লা লিগায় বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বার্সেলোনা।