গুনাথিলাকার স্টাম্প ওড়ালেন মুস্তাফিজ
একই একাদশ নিয়ে শ্রীলঙ্কা
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৭ ওভারে ৭৩/১
ভারতের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জেতা একাদশ ধরে রেখেছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা দল: দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, কুসল পেরেরা, দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা, দাসুন শানাকা, থিসারা পেরেরা, জিবন মেন্ডিস, আকিলা দনঞ্জয়া, দুশমন্থ চামিরা, নুয়ান প্রদিপ।
বাংলাদেশের একাদশ অপরিবর্তিত
ভারতের কাছে প্রথম ম্যাচে হারা একাদশের ওপরই আস্থা রেখেছে বাংলাদেশ। লম্বা সময় পর টি-টোয়েন্টিতে একই একাদশ নিয়ে খেলছে তারা। দলে পাঁচ বিশেষজ্ঞ বোলারের সঙ্গে আছেন ছয় বিশেষজ্ঞ ব্যাটসম্যান।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টস ভাগ্যকে পাশে পেলেন মাহমুদউল্লাহ। অনুমিতভাবে বাংলাদেশের অধিনায়ক টস জিতে নিলেন ফিল্ডিং। আগের দুই ম্যাচেও টস জয়ী অধিনায়করা প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন।
বৃষ্টি থেমেছে কলম্বোয়
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে থেমেছে বৃষ্টি। সরানো হয়েছে সব কাভার। মাঠে গা গরম করছে দুই দল।
বৃষ্টিতে টসে দেরি
বৃষ্টির বাধায় নির্ধারণী সময়ে টস হয়নি। দুপুরের দিকে ঘণ্টাখানেক বেশ ভারী বর্ষণ হয়। পরে আবহাওয়া ভালো হলে কাভার সরানো হয়। তবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে আবার টিপটিপ বৃষ্টি নামে। সেন্টার উইকেট ঢাকা রয়েছে হয়েছে কাভারে।
একটি জয়ের অপেক্ষায় বাংলাদেশ
একটি ভালো ম্যাচ। একটি জয়। তাহলেই আর থাকবে না ভয়। কেটে যাবে সংশয়। শ্রীলঙ্কায় আসার পর প্রথম অনুশীলন সেশনে এই কথা বলেছিলেন তামিম ইকবাল। ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচেও সেই জয় অধরা। ম্যাচ শেষে সেই একই কথা শোনা যায় অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠেও।
কখনও বোলিং ভালো হচ্ছে না তো কখনও ব্যাটিং। সব বিভাগ এক সঙ্গে জ্বলে উঠছে না বাংলাদেশের। একই ভুলের চক্কর তো আছেই। দীর্ঘদিন ধরে চলে আসা অতিরিক্ত ডট বলের সমস্যা আরও প্রকট হয়ে ফুটে উঠে ভারতের বিপক্ষে। ২০ ওভারের প্রায় অর্ধেক বল থেকেই রান করতে পারেনি ব্যাটসম্যানরা।
মাহমুদউল্লাহর ধারণা, সেই ডট বলগুলির জন্ম নিজেদের মনে সংশয় থেকেই। টানা হারের মধ্যে থাকায় দলের আত্মবিশ্বাসও তলানিতে। সেই বিশ্বাস ফিরে পেতে অধিনায়ক তাকিয়ে একটি ভালো দিনের দিকে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে মাহমুদউল্লাহর দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
অন্তত ১৭০-১৮০ রান চায় বাংলাদেশ
ম্যাচ হারার পর ১৫-২০ রান কম হওয়ার আক্ষেপ বাংলাদেশ দলে অনেকবারই শোনা গেছে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শেষৈ অপ্রাপ্তির রানটুকুর পরিধি বাড়ল আরেকটু। তাসকিন আহমেদের মতে, ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ২৫-৩০ রান কম করেছে দল। এই ধরনের উইকেটে জয়ের জন্য অন্তত ১৭০-১৮০ রান করা ছাড়া উপায় দেখছেন না এই পেসার।