বাংলাদেশের দেড়শর পর আউট সৌম্য

বাংলাদেশের দেড়শর পর আউট সৌম্য

এক প্রান্তে ঝড় তুলেছেন মুশফিকুর রহিম। আরেক প্রান্তে টাইমিং করতে ভুগছিলেন সৌম্য সরকার। বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান ফিরে গেলেন রান তোলার মরিয়া চেষ্টায়।

নুয়ান প্রদিপের বুক উচ্চতার শর্ট বল পুল করতে গিয়ে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন সৌম্য। ২২ বলে তিনি করেন ২৪ রান।

সৌম্য ফেরার সময় ১৪.২ ওভারে বাংলাদেশের স্কোর ১৫১/২।

সৌম্য মুশফিক জুটির পঞ্চাশ

দ্রুত রান তুলছেন মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে দুই জনে ২৭ বলে গড়েছেন ৫০ রানের জুটি।

মুশফিক ১৫ বলে তুলেছেন ৩০ রান। সৌম্য ২১ বলে ২৪। ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৫০/২।

তামিমকে ফেরালেন থিসারা

দশম ওভারে দলকে একশ রানে নিয়ে ফিরলেন তামিম ইকবাল। সহজ ফিরতি ক্যাচ দিলেন থিসারা পেরেরাকে।

লেগে ঘুরাতে চেয়েছিলেন তামিম। ঠিক মতো পারেননি। উঠে যাওয়া সহজ ক্যাচ মুঠোয় নেন থিসারা।

২৯ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৪৭ রান করেন তামিম।

১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১০৩/২। ক্রিজে সৌম্য সরকারের সঙ্গী মুশফিকুর রহিম।