বিয়ের কেনাকাটা শুরু করেছেন দীপিকা

বিয়ের কেনাকাটা শুরু করেছেন দীপিকা
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের তারিখ অনেকটা নির্ধারণ হয়ে গেছে। যদিও সুনির্দিষ্ট তারিখ না জানা গেলেও চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ৪টি তারিখে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে। গত জানুয়ারিতে দুই পরিবার একসঙ্গে বসে এই তারিখ নির্ধারণ করে।

জি নিউজের খবর, ইতিমধ্যে দীপিকা তার মা উজ্জ্বলা ও বোন অানিশার সঙ্গে বিয়ের কেনাকাটা শুরু করে দিয়েছেন পুরোদমে। জানা গেছে, বিয়ে হবে অত্যন্ত গোপনে, হিন্দু ঐতিহ্য অনুযায়ী। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন ছাড়া আর কেউ থাকবেন না অনুষ্ঠানে। তারপর রিসেপশন হবে কিনা সে ব্যাপারে রণবীর, দীপিকা কেউ এখনও সিদ্ধান্ত নেননি।

জানুয়ারিতে পদ্মাবত মুক্তির সপ্তাহখানেক আগে রণবীর ও দীপিকার বাবা মা তাদের বিয়ের ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা সারেন বলে খবর। তখন রণবীরের বাবা-মা একটি শাড়িও উপহার দেন দীপিকাকে।