মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে উইন মিয়ন্তের শপথ গ্রহণ

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে উইন মিয়ন্তের শপথ গ্রহণ
মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট হিসেবে উ উইন মিয়ন্ত শুক্রবার শপথ গ্রহণ করেছেন।  ইউনিয়ন পার্লামেন্টের অধিবেশনে তিনি এ শপথ নেন। 
খবরে বলা হয়, এ শপথ গ্রহণ অনুষ্ঠানে ইউনিয়ন পার্লামেন্টের স্পিকার উ মহন উইন খয়িং থানের উপস্থিতিতে নির্বাচিত প্রথম ভাইস প্রেসিডেন্ট উ মিয়ন্ত সোয়ি ও নির্বাচিত দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট উ হেনরি ভান থিয়োও শপথ গ্রহণ করেন।

মিয়ানমারের নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠ সহচর উইন মিয়ন্ত।  সামরিক শাসন আমলে তিনি রাজনৈতিক বন্দী ছিলেন। গত বুধবার তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।  হঠাৎ করেই প্রেসিডেন্ট থিন কিউ পদত্যাগ করলে মিন্ট প্রেসিডেন্ট হন। ২০১৫ সালে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দীর্ঘ সেনাশাসনের পর অনুষ্ঠিত নির্বাচনে বিপুল বিজয় পায়।

নির্বাচনে বিজয় লাভ করলেও সাংবিধানিক বাধার কারণে প্রেসিডেন্ট হতে পারেননি সু চি।  সংবিধান অনুযায়ী, মিয়ানমারের কোনো নাগরিক বিদেশিকে বিয়ে করলে ওই সংবিধানে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না।  সু চির স্বামী ব্রিটিশ নাগরিক। তাই তিনি প্রেসিডেন্ট হতে পারেননি।

এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সু চির জন্য স্টেট কাউন্সেলর নামে একটি পদ সৃষ্টি করা হয়। বলা হয়, তিনি প্রেসিডেন্টেরও ওপরে।  নতুন প্রেসিডেন্ট উইন মিন্ট সোজা কথার মানুষ হিসেবে পরিচিত। আজ পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনেও সংবিধান পরিবর্তনের কথা বলে তাঁর সহজাত অবস্থানের জানান দিলেন।  তিনি বলেন, তার কাজ হবে আইনের শাসন প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য পুনঃস্থাপন এবং সংবিধান সংশোধন।