নেইমারের সঙ্গে জুটি বাঁধবেন পগবা
নেইমারের সঙ্গে জুটি বাঁধতে চাচ্ছেন পল পগবা। তবে কোনো সিনেমা, নাটক বা ড্রামা সিরিয়ালে নয়; ব্রাজিল ফরোয়ার্ডের সঙ্গে জুটি বেঁধে মাঠে খেলতে চান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। কাঁধে কাঁধ মিলিয়ে বিস্ময় উপহার দিতে চান তারা।
ইনজুরিতে পড়ে খেলা থেকে ছিটকে গেছেন নেইমার। এখন চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত ব্রাজিল যুবরাজের পারফরম্যান্স ঈর্ষা জাগানো। সব প্রতিযোগিতা মিলে নিজে করেছেন ২৯ গোল, সতীর্দদের দিয়ে করিয়েছেন ডজনখানেক।
সেলেকাও তারকার পায়ের কারিকুরিতে মুগ্ধ পগবা, ‘সে (নেইমার) যেভাবে খেলে তা আমার ভীষণ ভালো লাগে। তার কৌশল, সক্ষমতা অনন্য। তার সঙ্গে যে কেউ খেলতে চাইবেন। ভবিষ্যতে এমন সুযোগ যদি পায় তা হবে আমার জন্য দারুণ।’
২৫ বছরের মিডফিল্ডার বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি নেইমারকে পছন্দ করি। সে অন্য ঘরানার ফুটবলার। ও ব্রাজিলে জন্ম নিয়েছে। সেটি তার পরম সৌভাগ্য। কারণ সেখানে ফুটবলই সব, জীবনও খেলাটি। আমি স্বপ্ন দেখি, একদিন আমরা একসঙ্গে খেলছি।’
সময়টা ভালো যাচ্ছে না পগবার। শোনা যাচ্ছে, কোচ হোসে মরিনহোর সঙ্গে তিক্ততার মধ্য দিয়ে সম্পর্ক যাচ্ছে তার। যার রেশ আছড়ে পড়ছে ম্যাচে। অধিকাংশ ম্যাচেই তাকে বসে থেকে সাইড বেঞ্চ গরম করতে হচ্ছে।
তবে বসে নেই ফরাসি তারকা। এর মধ্যেও নিজেকে শানিয়ে নিচ্ছেন তিনি, ‘আমি যখন ছোট ছিলাম তখন জিদান, মেসি, রোনালদিনহো, রোনাল্ডোদের খেলা দেখেছি। ম্যারাডোনা, পেলে, ক্রিস ওয়াদেল, কাকা ও আরও অনেকের ভিডিও দেখেছি। আমি সেসব খেলোয়াড়ের সেরা স্কিল ও গুণগুলো আয়ত্ত করতে কাজ করছি।’