আইসল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বয়কটের হুমকি
সাবেক রুশ গুপ্তচরের ওপর হামলার ঘটনায় যুক্তরাজ্যের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক দ্বন্দ্ব চরম মাত্রায় পৌঁছেছে। তারই জেরে আইসল্যান্ড ও অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফুটবল বয়কটের হুমকি দিয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। এর আগেও বেশ কয়েকটি দেশ এ ইস্যুতে আসন্ন বিশ্বকাপ ফুটবল বয়কটের হুমকি দেয়।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলিয়ে বিশপ গত মঙ্গলবার হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘গুপ্তচরের ওপর হামলার ঘটনা নিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্কের যে টানাপড়েন চলছে, তারই অংশ হিসেবে বিশ্বকাপ বয়কটের চিন্তাভাবনা করা হচ্ছে।’
এদিকে আইসল্যান্ড বলেছে, আপাতত মস্কোর সঙ্গে শীর্ষপর্যায়ের দ্বিপক্ষীয় যোগাযোগ স্থগিত করা হচ্ছে। একই সঙ্গে আসন্ন রাশিয়া বিশ্বকাপ কূটনৈতিকভাবে বয়কট করছে আইসল্যান্ড। দেশের কোনো রাজনৈতিক কর্তাব্যক্তি এ বিশ্বকাপে অংশ নেবে না।
যুক্তরাজ্যের সালসবুরিতে চলতি মাসের ৪ তারিখ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর নার্ভ গ্যাস হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশ থেকে ৬০ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেন। তার ঘোষণার সঙ্গে সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৬টি দেশ, ইউরোপের কিছু দেশ ও কানাডা রুশ কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।
যদিও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের এ ধরনের সিদ্ধান্তের সমালোচনা করেছে রাশিয়া। বিশ্বকাপ ফুটবলের ২১তম আসর আগামী ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত রাশিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।