কিভাবে চালানো হয় অনলাইনে রুশ 'প্রচারণা যুদ্ধ'?

কিভাবে চালানো হয় অনলাইনে রুশ 'প্রচারণা যুদ্ধ'?

গত মার্কিন নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প যাতে জয়ী হন সে জন্য রাশিয়া নানাভাবে আড়াল থেকে তৎপরতা চালিয়েছে, অনলাইনে প্রচারণা চালিয়েছে বলে যে অভিযোগ - তা নিয়ে এখন যুক্তরাষ্ট্রে হৈচৈ চলছে, সরকারি তদন্তও হচ্ছে।
ছবির কপিরাইটGETTY IMAGES

এমনকি ক'দিন পর রাশিয়ায় যে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে - তাকে কেন্দ্র করেও ইন্টারনেটে সরকারি মদতে প্রচারণা যুদ্ধ চালানো হচ্ছে বলে অভিযোগ।

কিন্তু কি ভাবে অনলাইনে চালানো হয় এই প্রচারণাযুদ্ধ? তা অনুসন্ধান করেছেন বিবিসির সারাহ রেইনসফোর্ড।

আগামী ১৮ই মার্চ রাশিয়ায় নির্বাচন। মনে করা হয়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোন শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আরও এক মেয়াদের জন্য নির্বাচিত হতে যাচ্ছেন।

একে সামনে রেখে রাশিয়ায় সরকারী মদতে ইন্টারনেটে যে বিরাট প্রচার যুদ্ধ চলছে, সেটা নাকি চালানো হয় সেন্ট পিটার্সবার্গ থেকে।



রুশ ট্রল ফ্যাক্টরিগুলো থেকে প্রতিদিন হাজার হাজার পোস্ট দেয়া হয়
সোশ্যাল মিডিয়ায় সরকারী প্রপাগান্ডা চালানোর জন্য এখানে নাকি শত শত ইন্টারনেট ট্রল পোষা হয়।

সেন্ট পিটার্সবার্গের উপকন্ঠে একটি সাদামাটা অফিস ভবন। প্রায় ফাঁকা ভবনটির বাইরে 'ভাড়া দেয়া হবে' বলে সাইনবোর্ড টাঙানো।

কিন্তু যুক্তরাষ্ট্রের এক সরকারী তদন্তে দাবি করা হচ্ছে, এখান থেকেই পরিচালিত হতো এক ইন্টারনেট ট্রল ফ্যাক্টরি, যাদের কাজ ছিল যুক্তরাষ্ট্রের নির্বাচনে গোল বাধিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করা।

এই ট্রল ফ্যাক্টরিতে দু'মাস কাজ করেছেন লুডমিলা নামের একজন রুশ নারী। এই গোপন তৎপরতার অনেক কিছু ফাঁস করে দিয়েছেন তিনি।