মিয়ানমার সেনাপ্রধানের বক্তব্যের নিন্দা জাতিসংঘ মহাসচিবের

মিয়ানমার সেনাপ্রধানের বক্তব্যের নিন্দা জাতিসংঘ মহাসচিবের
মিয়ানমার সেনাপ্রধানের রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিয়ে এক বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে সেনা মোতায়েন করা নিয়ে জেনারেল উ মিন অং হাইংয়ের বক্তব্যের খবরে তিনি ‘স্তম্ভিত’।

মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে রোহিঙ্গাদের কোনো মিল নেই বলে সেনাপ্রধান বক্তব্য দেয়ার পর তিনি এ সমালোচনা করলেন।

rohinhya

জাতিসংঘ মহাসচিব মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে দেশটির নেতাদের প্রতি আহবান জানান।

সোমবার মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে এক সমাবেশে মিন রোহিঙ্গাদের ‘বাঙ্গালী’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের সঙ্গে মিয়ানমারের জাতিগোষ্ঠীগুলোর কোনো সাংস্কৃতিক মিল নেই।’

প্রকাশিত খবরের বরাত দিয়ে মিন বলেন, ‘বাঙালিরা মিয়ানমারের নাগরিকত্ব চাওয়ায় উত্তেজনা বেড়েছে।’

জাতিসংঘের তথ্যমতে, গত বছরের ৯ অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ২ হাজার রোহিঙ্গা গণহত্যার শিকার হয়েছেন। পাশাপাশি ১০ হাজারের বেশি গুরুতর আহত হয়েছেন।

উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে গত ছয় মাসে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে আরও প্রায় দুই লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা সেখানে দেশটির সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধদের হাতে ধর্ষণ, হত্যা, অগ্নিসংযোগের মতো ভয়াবহ নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ করছেন।