বিশ্বকাপে পরিবর্তন হচ্ছে আর্জেন্টিনার জার্সির রং

বিশ্বকাপে পরিবর্তন হচ্ছে আর্জেন্টিনার জার্সির রং
সারাবিশ্বে রাশিয়া বিশ্বকাপের হাওয়া বইছে। আগামী জুনেই পর্দা উঠবে বিশ্বকাপের। এদিকে নিজেদেরকে প্রস্তুত করছে দলগুলো। ফুটবলপ্রেমীরা গুনছে অপেক্ষার প্রহর। তবে এবারের বিশ্বকাপে জার্সির মূল আকর্ষণ হলো আর্জেন্টিনার জার্সির রং পরিবর্তন।

তবে অ্যাওয়ে ম্যাচের জার্সি পরিবর্তিত হলেও বিশ্বকাপের মূল আসরের নীল জার্সিতেই দেখা যাবে মেসি বাহিনীদের। কারণ নীল জার্সির সাথে জড়িয়ে আছে আর্জেন্টিনার ঐতিহ্য। ১৯৮৭ সালে ফুটবলের যাদুকর ম্যারাডোনা এই নীল জার্সি জড়িয়েই বিশ্বকাপ জয় করে।

মঙ্গলবার আর্জেন্টিনা, জার্মানি এবং স্পেন সহ মোট নয়টি দেশের জার্সি উন্মোচন করা হয়েছে। এর আগে বিশ্বকাপের ফাইনাল মঞ্চ ছাড়া প্রতিটি ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামতো আকাশী-নীল জার্সিতে। আর গত বিশ্বকাপের ফাইনালে জার্মানের বিপক্ষে নীল জার্সিতে মাঠে নামে আর্জেটিনা।

জার্সিগুলো প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম হলো অ্যাডিডাস। প্রতিষ্ঠানটি নতুন জার্সির ছবিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।