হাসপাতালে শুয়েই লিখছেন জাফর ইকবাল

হাসপাতালে শুয়েই লিখছেন জাফর ইকবাল
নিজের ক্যাম্পাসে ‘উগ্রপন্থি’ এক তরুণের ছুরির আঘাতে আহত লেখক অধ্যাপক  মুহম্মদ জাফর ইকবাল খানিকটা সুস্থ হওয়ার পর হাসপাতালে শুয়েই আবার কলম ধরেছেন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এই বিশ্ববিদ্যালয় শিক্ষককে বুধবার সকালে সিসিইউ থেকে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জয়নাল আবেদিন।
 ১৫ দিন পরপর তার লেখা বিভিন্ন পত্রিকায় নিয়মিতভাবে ছাপা হয়। আজও তার একটি লেখা বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে।

‘অবিশ্বাস্য সুন্দর পৃথিবী’ শিরোনামে তার এই লেখায় চার দিন আগে হামলার শিকার হয়ে তার হাসপাতালে যাওয়ার সময়ের অনুভূতি তিনি বর্ণনা করেছেন। 

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কারণে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক জাফর ইকবালকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বহুবার।

গত শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠান চলাকালে পুলিশি নিরাপত্তার মধ্যেই এ শিক্ষকের ওপর ছুরি নিয়ে হামলা করে ফয়জুল রহমান নামে এক যুবক।

জনপ্রিয় এই লেখকের ওপর হামলার পর থেকে সারাদেশে চলছে প্রতিবাদের ঝড়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।  

র‌্যাবের জিজ্ঞাসাবাদে ওই যুবক বলেছে, জাফর ইকবাল ‘ইসলামের শত্রু’ বলে সে মনে করে, এ কারণেই তাকে হত্যার উদ্দেশ্যে সে হামলা করেছে।

আর আইজিপি জাবেদ পাটোয়ারী বলেছেন, ওই ‍যুবক নিজে নিজেই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছে বলে তারা মনে করছেন।