৫ জেলার নামের ইংরেজি বানান বদলানোর উদ্যোগ

৫ জেলার নামের ইংরেজি বানান বদলানোর উদ্যোগ

বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য আনতে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, যশোর ও বগুড়া জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, আগামী সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সংক্রান্ত প্রস্তাব উঠবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়েই নিকার সভা হওয়ার কথা রয়েছে।

বদলাচ্ছে যেসব নামের বানান
বদলাচ্ছে যেসব নামের বানান
জেলা
বর্তমান ইংরেজি বানান
প্রস্তাবিত ইংরেজি বানান
চট্টগ্রাম
Chittagong
Chattagram
বরিশাল
Barisal
Barishal
কুমিল্লা
Comilla
Kumilla
যশোর
Jessore
Jashore
বগুড়া
Bogra
Bagura
নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা গঠনসহ পুনর্বিন্যাস, নতুন মন্ত্রণালয় ও বিভাগ গঠনসহ বিভিন্ন প্রশাসনিক ইউনিট গঠন ও পুনর্গঠনের সিদ্ধান্ত দেয় নিকার। পদাধিকার বলে প্রধানমন্ত্রী এই কমিটির আহ্বায়ক।