পুতিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল রাশিয়া!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। সাইবেরিয়া শহরের শপিং মলে রবিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৪ জনের প্রাণহানির ঘটনায় মঙ্গলবার তারা পুতিনের পদত্যাগ চান।
জানা গেছে ৮৫ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের অধিকাংশই শিশু। অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে ভ্লাদিমির পুতিন বলেছেন, অগ্নিকাণ্ডের ওই ঘটনায় স্থানীয় কর্মকর্তাদের অবহেলা দায়ী। সেটা গুরুতর অপরাধ।
এদিকে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ফায়ার অ্যালার্ম বন্ধ ছিল অগ্নিকাণ্ডের সময়। ভবনের ভেতর থেকে বের হওয়ার দরজাও খোলা ছিল না।
এগিয়ে যাওয়ার জন্য একতার প্রয়োজন : পুতিন
বিজয়ী ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ার মানুষের জন্য আমি কাজ করেছি। সেই জন্য ভোটও পেয়েছি। বিগত বছরগুলোর জটিল পরিস্থিতিতে আমার কাজের ফলাফল এটি। এই বিশ্বাস এবং আশাতেই দায়িত্বশীলভাবে ভবিষ্যতের কাজ চালিয়ে যেতে হবে আমাদের। আমাদের এই ঐক্যকে রক্ষা করতে হবে।
পুতিন বিরোধী রুশরা অভিযোগ করেন, অনেককেই ভোট দিতে বাধ্য করা হয়েছে। ভোট পড়ার হার যাতে কম না হয় এবং বিতর্ক সৃষ্টি না করতে পারে সেজন্যই এই কৌশল নিয়েছে সরকার। বিজয়ী ভাষণে সেসব বিরোধী রুশদের দিকে ইঙ্গিত করে পুতিন বলেন, ‘আমার পক্ষের মানুষ যারা বিরোধীদের ভোট দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি- এগিয়ে যাওয়ার জন্য আমাদের একতার প্রয়োজন।’