চলচ্চিত্র দিবস উদযাপনে এফডিসির সঙ্গে ‘থাকছে না’ চলচ্চিত্র পরিবার
‘মতানৈক্যের জেরে’ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস আলাদাভাবে উদযাপন করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন ও ১৮টি চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর জোট চলচ্চিত্র পরিবার।
কয়েক বছর ধরেই এককাট্টা হয়ে এফডিসি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো দিবসটি উদযাপন করলেও এবার যৌথ আয়োজন থেকে সরে এসেছে চলচ্চিত্র পরিবার।
জোটের আহ্বায়ক চিত্রনায়ক ফারুক শুক্রবার সন্ধ্যায় গ্লিটজকে জানান, এফডিসির সঙ্গে নয়, সংগঠনটি আলাদাভাবে এবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপনের পরিকল্পনা হাতে নিয়েছে।
সরে আসার কারণ হিসেবে এ অভিনেতার ভাষ্য, “এবার আয়োজনে মাত্র ৫০ হাজার টাকা বাজেট করা হয়েছে। এটা দিয়ে এত বড় অনুষ্ঠান করা যায় না। আবার আমরা যদি অন্যের হাতে-পায়ে ধরে, টাকা জোগাড় করে অনুষ্ঠানটা করি তখন তথ্য মন্ত্রণালয় ক্রেডিট নিয়ে নেবেন, এটা আমাদের কাছে ভালো লাগে না। সেকারণে একই সঙ্গে না করে ভিন্ন ভিন্ন ভাবে দিবসটি উদযাপন করবো।”
কয়েকদিন ধরেই এফডিসির নিয়ন্ত্রক মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে চলচ্চিত্র পরিবারের মতানৈক্যের আভাস মিলছিল।
মন্ত্রণালয়ের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন ডাকে চলচ্চিত্র পরিবার। এতে তথ্য মন্ত্রীর পদত্যাগেরও দাবি করেন বলে গণমাধ্যমের খবর।
পাশাপাশি অভিনেতা হাসান ইমামকে অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি করা নিয়েও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে ‘বিভক্তি’ তৈরি হয় চলচ্চিত্র পরিবারের।
চিত্রনায়ক ফারুক গ্লিটজকে বলেন, “হাসান ইমামই আমাদের অনুষ্ঠানের সভাপতি থাকবেন। এখন এফডিসি কী করলো সেটা আমাদের জানার উদ্দেশ্য নয়। উনি সম্মানী লোক। উনাকে যদি এফডিসির অনুষ্ঠানেরও সভাপতি করা হয় তাহলেও কোনো আপত্তি নেই। কিন্তু আমরা এফডিসির আয়োজনে থাকব না।”
দিনটি উদযাপনের জন্য আগামী রোববার সভা ডেকেছে চলচ্চিত্র পরিবার। সভায় নির্ধারণ করা হবে অনুষ্ঠান সূচীসহ অন্যান্য আয়োজন।
তবে সভার আগেভাগেই কিছু পরিকল্পনা বলে রাখলেন, “বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই আমাদের আয়োজন সাজাবো। বঙ্গবন্ধুর কারণেই চলচ্চিত্র দিবস পেয়েছি আমরা।
চলচ্চিত্র স্বাধীনতার অনেক বড় হাতিয়ার। অনেকে এটা বুঝতে পারেননি জানতেও পারেননি। বঙ্গবন্ধু যেটা করে দিয়ে গেছেন সেটা ধরে রাখার দায়িত্ব আমাদের সবার।”
বিষয়টি নিয়ে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন গ্লিটজকে বলেন, “এটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান, আমরা কাউকে বাদ দিয়ে করতে চাই না। সবার সম্পৃক্ততা থাকাটাই উচিত বলে মনে করি।”