রাজা রোনালদো, রাজা রিয়ালই
ছবি: রোনালদো। ছবি: রয়টার্স
• দ্বিতীয় লেগে ২–১ গোলে জয় পেল রিয়াল
• বিদায় নিল পিএসজি, কোয়ার্টার ফাইনালে রিয়াল
• টানা ৮ ম্যাচে রোনালদোর ১২ গোল
চ্যাম্পিয়ন্স লিগে রাজা হতে চেয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেজন্যে রীতিমতো ব্যাংক ভেঙেছিল ফরাসি এই ক্লাবটি। নেইমারকে কিনতেই ২ হাজার ১০৬ কোটি টাকা খরচ করেছিল তাঁরা। এসবই জানা কথা। কিন্তু পিএসজির রাজা হওয়ার স্বপ্ন আর পূরণ হল কই! গতকাল মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে ২-১ গোলে রিয়ালের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় তাঁরা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগে ১২ বারের শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ। প্রমাণ হল চ্যাম্পিয়িন্স লিগে রিয়াল-ই সেরা, রিয়াল-ই রাজা। আর টানা ৮ ম্যাচে ১২ গোল করে রোনালদোও প্রমাণ করলেন তিনিই রিয়ালের রাজা।
প্রথমার্ধে গোলের জন্য মরিয়া হয়েছিল দুই দলই। তবে গোল পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে পিএসজি সমর্থকদের আতশ বাজির ধোঁয়ায় ছেয়ে যায় পুরো পার্ক ডেস প্রিন্সেস। ধোঁয়াচ্ছন্ন মাঠে দানি আলভেজের কাছ থেকে বল কেড়ে নিয়ে পিএসজির রক্ষণভাগের দিকে ধেয়ে যান মার্কো এসেনসিও। বক্সের কাছে এসে বল ঠেলে দেন সতীর্থ ভাসকেজকে। ঠিক তখন ক্ষণিকের জন্য নিজেকে একা করে নেন রোনালদো। সেটা নজর এড়ায়নি ভাসকেজেরও। মুহূর্তেই তাঁর ক্রসে পাঠানো বলে মাথা ছুঁইয়ে দেন পুর্তগীজ সেনা। কে জানত, পিএসজি সমর্থকদের আতশ বাজির ধোঁয়া রূপ নেবে হতাশার কুয়াশায়!
৬৬ তম মিনিটে পিএসজির জন্য আরও হতাশা নিয়ে আসেন ভেরেত্তি। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ১০ জনের পিএসজিকে তখন খানিকটা অসহয়াই লাগছিল। তবে হতাশার চাদরে অন্ধকারাচ্ছন্ন পিএসজি শিবিরে আশার আলো হয়ে আসে কাভানির পা ছুঁয়ে আসা একমাত্র গোলটি। রিয়ালের বক্সে ডি মারিয়ার হেড কাসেমিরোর পায়ে লেগে ফেরে। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ফেরার মুহূর্তে বল কাভানির পায়ে লেগে রিয়ালের জালে জড়ায়। ৭১ তম মিনিটে নীরব উদ্যাপনের উপলক্ষ পায় পিএসজি।
ম্যাচের ৭৫ তম মিনিটে পিএসজির গোল রক্ষককে একা পেয়েও কিছু করতে পারেননি করিম বেঞ্জেমা। বক্সের অন্যপাশে রোনালদোও ছিলেন। তাঁর দিকে বল ঠেলে দিলেও কিছু হতে পারত হয়তো। এর পরের মিনিটেই বেঞ্জেমাকে তুলে নেন জিদান।
যেই কাসেমিরোর পা থেকে বল পেয়ে গোল করেছেন কাভানি। শেষতক তিনিই রিয়ালকে উদ্ধার করেন। ম্যাচের ৮০ তম মিনিটে রিয়ালের হয়ে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন। জিইয়ে রাখেন মৌসুমের একমাত্র শিরোপা জেতার স্বপ্ন। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলে শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে হতে পারে জিদান-শিষ্যদের।
আরেক গোলদাতা কাসেমিরোকে অভিনন্দন জানাতে এগিয়ে যান রোনালদো।