‘এই আর্জেন্টিনা মেসির দল’

‘এই আর্জেন্টিনা মেসির দল’
লিওনেল মেসিকে কেন্দ্রে রেখে রাশিয়া বিশ্বকাপে সাফল্য পাওয়ার ছক কষছেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। ‘মেসির আর্জেন্টিনা দলে’ বিশ্বকাপের প্রস্তুতি থেকে পরিকল্পনা - সব ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বার্সেলোনা তারকার সঙ্গে সবার মানিয়ে নেওয়া নিয়ে।

ক্যারিয়ার জুড়ে জাতীয় দলের হয়ে বড় কোনো সাফল্য নেই মেসির। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার পর কোপা আমেরিকার ফাইনালে ‍দুইবার স্বপ্নভঙ্গের যাতনায় পুড়তে হয়েছে বার্সেলোনার হয়ে ভুরিভুরি শিরোপা জেতা এই তারকাকে। রাশিয়া বিশ্বকাপে সাফল্য পেতে তাই মুখিয়ে আছেন মেসি। ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডের ওপর বিশেষ আস্থা রাখছেন সাম্পাওলিও।

বাংলাদেশ সময় শুক্রবার রাত পৌনে দু্ইটায় ইতালির মুখোমুখি হওয়ার আগে মেসিকে ঘিরে পরিকল্পনা সাজানোর কথা বলেন আর্জেন্টিনা কোচ।

“প্রতিবার সে আগের চেয়ে আরও ভালো খেলে। আমার জন্য এটাই শিরোনাম-এটা মেসির দল।”

“আমাদের দেখতে হবে, আমাদের ফরম্যাটে কোন খেলোয়াড়রা মেসির সঙ্গে বেশি মানিয়ে যায়।”

কোচ জানান, মেসিকে কেন্দ্রে রেখে পরিকল্পনা সাজানো হয়েছে আর্জেন্টিনা দলে। তাই অনুশীলন, প্রস্তুতি এবং তার কাছে-দূরে থাকা প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে তার সংযোগ স্থাপন করা নিয়ে মেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।