মালদ্বীপগামী সব ফ্লাইট বাতিল করবে ইউরোপীয় বিমান

মালদ্বীপগামী সব ফ্লাইট বাতিল করবে ইউরোপীয় বিমান
ইউরোপের প্রধান বিমান সংস্থাগুলো এই গ্রীষ্মের ছুটিতে মালদ্বীপগামী সব বিমান ফ্লাইট বাতিল করার বিষয়টি বিবেচনা করছে।
মালদ্বীপের ক্ষমতাসীন আবদুল্লাহ ইয়েমেন সরকারকে গণতন্ত্র পুর্নবহালে চাপ প্রয়োগ করতেই এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা।

মালদ্বীপে কর্মরত জার্মান রাষ্ট্রদূত জোয়ার্ন রোড শুক্রবার এক টুইট বার্তায় বলেন,’ এই গ্রীষ্মে মালদ্বীপগামী সব বিমান ফ্লাইট বন্ধ রাখবে ইউরোপীয় বিমান সংস্থাগুলো। সম্প্রতি এ তথ্য আমরা জানতে পেরেছি। দেশটিতে এখনো পর্যন্ত গণতন্ত্র ফিরে আসেনি। মালদ্বীপের অনেক এমপি জেলে রয়েছেন। এ ঘটনায় পর্যটকরা সেখানে যেতে চাচ্ছেন না।’