সপরিবারে বিয়ের কেনাকাটায় ব্যস্ত দিপীকা পাডুকোন
বলিউড অভিনেতা ইরফানের বিপরীতে আরেক বিউটি কুইন দীপিকা পাডুকোন সম্প্রতি একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। বর্তমানে ইরফান খান অসুস্থ হয়ে বিশ্রামে রয়েছেন। তিনি সুস্থ হলেই ছবিটির শুটিং শুরু করে দেবেন নির্মাতা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মা-বোনকে সঙ্গে নিয়ে দিব্যি কেনাকাটা করছেন দীপিকা পাডুকোন। দীপিকা-রণবীরের বিয়ে কবে কোথায় হবে, সে বিষয়ে তাদের পরিবারের কাছ থেকে তেমন সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি।এত কিছুর পরেও কি দীপিকা-রণবীরের বিয়ের খবর চাপা থাকে?
'স্পট বয়' জানায়, দীপিকা এই মুহূর্তে তার বাসভবন বেঙ্গালুরুতে অবস্থান করছেন। দীপিকার মা উজ্জ্বলা পাডুকোন এবং বোন আনিশা পাডুকোনকে নিয়ে আপাতত বিয়ের গয়না কিনতে ব্যস্ত রয়েছেন দীপিকা।
ওই রিপোর্ট আরও জানায়, দীপিকা রিসেপশনের জন্য বেঙ্গালুরুকেই বেছে নিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে দীপিকার বাবা-মা রণবীরের বাসভভন মুম্বাইয়ে গিয়ে তার বাবা-মার সঙ্গে দেখা করেছেন এবং বিয়ের দিণক্ষণ নিয়ে কথা বলতে শোনা গেছে। আর দীপিকার বাড়িতে বাবা-মার সঙ্গে দেখা করতে হাজির হয়েছিলেন রণবীরের বাবা-মা। সেখানে কথাবার্তা বলার পর রণবীর-দীপিকা নাকি তাদের বাবা-মাকে নিয়ে ওরলির এক অভিজাত রেস্তোরাঁতে ডিনারও করেন। সূত্র: স্পটবয়