পরিবর্তন হচ্ছে পাঁচ জেলার ইংরেজি নামের বানান
বদলে যাচ্ছে দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ জেলার ইংরেজি নামের বানান। জেলাগুলো হলো চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল ও বগুড়া।
আগামী সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এটি প্রস্তাব আকারে উত্থাপন করা হবে। অনুমোদন সাপেক্ষে গেজেট পাশ করে তা বাস্তবায়ন করা হবে।
এতদিন চট্টগ্রাম জেলা ও বিভাগের ইংরেজি বানান ছিল Chittagong। এখন বাংলা নামের সঙ্গে মিলিয়ে তা Chattagram রাখার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া বরিশালের ইংরেজি বানান Barisal-এর স্থলে Barishal, বগুড়ার বানান Bogra-এর স্থলে Bagura, যশোরের বানান Jessore-এর বদলে Jashore এবং কুমিল্লার বানান Comilla-এর স্থলে Kumilla করার প্রস্তাব আসছে।
নিকার সভায় এজেন্ডা হিসেবে এসব তোলা হবে বলে ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এর আগে ১৯৮২ সালে রাজধানী ঢাকার নামের ইংরেজি বানান Dacca-এর থেকে পরিবর্তন করে Dhaka করা হয়।