গেইলদের শেষ সুযোগ
বিশ্বকাপে খেলবেন তো ক্রিস গেইলরা? সমীকরণটা কঠিন হয়ে পড়েছে হঠাৎ করে। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে শুরুটা দুর্দান্ত ছিল ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়রা সুপার সিক্সে নাম লেখায় সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে। কিন্তু দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে খায় জোর ধাক্কা। গত পরশু অবশ্য জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে জেসন হোল্ডারের দল। ৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে তারা। তবে আজ শেষ ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারলে শীর্ষস্থান হারানোর পাশাপাশি বিশ্বকাপ থেকেও ছিটকে পড়ার শঙ্কায় পড়বে ওয়েস্ট ইন্ডিজ। তাদের হারাতে পারলে ৭ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে স্কটল্যান্ডের। ওদিকে জিম্বাবুয়ের পয়েন্ট এখন ৫। নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দুর্বল আরব আমিরাত। আরব আমিরাতকে হারালে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে জিম্বাবুয়েও নাম লেখাবে বিশ্বকাপে। তাই আজ জিততেই হবে গেইলদের, মাত্র দুটি দল সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপ খেলার।
গতকাল আরব আমিরাতকে ৫ উইকেটে হারানো আফগানিস্তানের পয়েন্ট ৪। কাগজে কলমে তারাও বাদ পড়েনি এখনও। প্রথমে ব্যাট করতে নেমে রশিদ খানের ঘূর্ণিতে আরব আমিরাত গুটিয়ে যায় ১৭৭ রানে। ৯ ওভারে ৪১ রানে ৫ উইকেট নেন রশিদ। জবাবে ৩৪.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।