গেইলদের শেষ সুযোগ

গেইলদের শেষ সুযোগ

বিশ্বকাপে খেলবেন তো ক্রিস গেইলরা? সমীকরণটা কঠিন হয়ে পড়েছে হঠাৎ করে। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে শুরুটা দুর্দান্ত ছিল ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়রা সুপার সিক্সে নাম লেখায় সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে। কিন্তু দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে খায় জোর ধাক্কা। গত পরশু অবশ্য জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে জেসন হোল্ডারের দল। ৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে তারা। তবে আজ শেষ ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারলে শীর্ষস্থান হারানোর পাশাপাশি বিশ্বকাপ থেকেও ছিটকে পড়ার শঙ্কায় পড়বে ওয়েস্ট ইন্ডিজ। তাদের হারাতে পারলে ৭ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে স্কটল্যান্ডের। ওদিকে জিম্বাবুয়ের পয়েন্ট এখন ৫। নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দুর্বল আরব আমিরাত। আরব আমিরাতকে হারালে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে জিম্বাবুয়েও নাম লেখাবে বিশ্বকাপে। তাই আজ জিততেই হবে গেইলদের, মাত্র দুটি দল সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপ খেলার।

গতকাল আরব আমিরাতকে ৫ উইকেটে হারানো আফগানিস্তানের পয়েন্ট ৪। কাগজে কলমে তারাও বাদ পড়েনি এখনও। প্রথমে ব্যাট করতে নেমে রশিদ খানের ঘূর্ণিতে আরব আমিরাত গুটিয়ে যায় ১৭৭ রানে। ৯ ওভারে ৪১ রানে ৫ উইকেট নেন রশিদ। জবাবে ৩৪.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।