হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছিলেন মেসি
হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগার কারণে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি বলে জানিয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি।
ম্যানচেস্টারে শুক্রবার রাতে ইতালিকে ২-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে হোর্হে সাম্পাওলির দল। দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেন এভার বানেগা ও মানুয়েল লানসিনি।
আর্জেন্টিনার জার্সিতে গত ছয় ম্যাচে ৮ গোল করেছিলেন মেসি। আর চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে তার গোল সংখ্যা এখন পর্যন্ত ৩৫টি। ইতালির বিপক্ষে ম্যাচের আগে ছন্দে থাকা এই ফরোয়ার্ডের চোটের খবরটা অবাক করে অনেককে। অবশ্য মঙ্গলবার স্পেনের বিপক্ষে পরের প্রীতি ম্যাচে খেলা নিয়ে আশাবাদী পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার।
টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন “আমি কিছু সময়ের জন্য হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছি।”
“আমি সব সময় খেলতে চাই। তবে বিশ্বকাপের রাস্তা এখনও দীর্ঘ। বিশ্রামে নিতে এই (ইতালির বিপক্ষে) ম্যাচের জন্য আমরা অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে স্পেনের বিপক্ষে খেলার ব্যাপারে আমি আশাবাদী।”