Posted by
News Paul
on
- Get link
- X
- Other Apps
বাংলাদেশে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন সমহারে নিবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বুধবার বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ডোমেইন বরাদ্দ বা নিবন্ধন করা হবে। সকল ডোমেইন একই মূল্য বাৎসরিক ৮০০ টাকা ফিতে দেওয়া হবে।
পূর্বে প্রিমিয়াম ক্যাটেগরির জন্য বাৎসরিক ফি ছিল যথাক্রমে পাঁচ হাজার, ১৫ হাজার ও ২৫ হাজার টাকা, যা কমিয়ে বর্তমানে সমহারে মাত্র ৮০০ টাকা ধরা হয়েছে।
তাছাড়া অনলাইনে ডোমেইনের জন্য আবেদন, বরাদ্দ ও পেমেন্টের ব্যবস্থা রয়েছে।
আগ্রহী গ্রাহকদেরকে অনলাইনে নিবন্ধনের জন্য বিটিসিএলের ওয়েবসাইট বিটিসিএল.বাংলা অথবা www.btcl.com.bd ভিজিট করতে অনুরোধ জানিয়েছে বিটিসিএল।
বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডটবাংলা ডোমেইন নিতে 'বিশেষ শব্দ' নামে ১০ হাজার বা ১৫ হাজার করা হয়েছিল।
“ডোমেইন নিবন্ধন করার ক্ষেত্রে এই বিশেষ শব্দ থাকবে না, ৮০০ টাকা ফিতে এ নিবন্ধন করা যাবে।”