আজ ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭ বছর পর আজ ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়া, জেলা স্কুল বড় মাঠে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী।

সকাল ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টার বাংলাদেশ বর্ডার গার্ড ঠাকুরগাঁও সেক্টর হেডকোয়ার্টার মাঠে অবতরণ করবে। সফরকে ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহর সেজেছে ব্যানার, ফেস্টুন আর তোরণে।


জানা যায় দুপুর ২টা ৪০ মিনিটে ৬৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বেলা ৩টায় বড় মাঠে ভাষণ দেবেন আওয়ামী লীগের জনসভায়। এতে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছে জেলা আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রাপ্তি ও প্রত্যাশায় বুক বেঁধেছেন ঠাকুরগাঁওবাসী।

প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার, আবারও উত্তরের জেলায় একদিনের সফরে আসছেন তিনি। ২০০১ সালের সেপ্টেম্বরে, দলীয় জনসভায় যোগ দিতে ঠাকুরগাঁও এসেছিলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার আগমনকে ঘিরে আশায় বুক বেঁধেছেন সাধারণ মানুষ। এদিন জেলার উন্নয়ন সম্ভাবনার দ্বার খুলবে বলে প্রত্যাশা তাদের।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন, ঠাকুরগাঁও ১,২,৩ এই আসনে আওয়ামীলীগ অনেক শক্তিশালী। জননেত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়ন করেছে তার জন্য আমাদের এই আসনগুলো আগামীতে আওয়ামী লীগ পাবে।

দীর্ঘ সময় পর হলেও প্রধানমন্ত্রী ও দলের সভাপতির সফরে উচ্ছ্বসিত জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, নির্বাচনের আগে এ সফর দলকে আরো ঐক্যবদ্ধ করবে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী বলেন, বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছে। আমি আশা করি এই জনসভাটি সর্বকালের স্মরণীয় জনসভা হবে।

দিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, নিরাপত্তা দিতে আমরা বিভিন্নভাবে প্রস্তুত আছি। সাদা পোশাকের সদস্যরাও সক্রিয় থাকবেন।