‘আরও শক্তিশালী হয়ে ফিরবে নেইমার’
লম্বা সময় বাইরে থাকায় ম্যাচ ও অনুশীলনের ঘাটতি নিয়েই বিশ্বকাপে পা রাখতে হবে ব্রাজিলের নেইমারকে। তবে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার মার্সেলোর বিশ্বাস, তার জাতীয় দল সতীর্থ আরও শক্তিশালী হয়ে ফিরবেন।
সম্প্রতি ফরাসি লিগে মার্সেইয়ের বিপক্ষে এক ম্যাচে নেইমারের পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল হাড় ভেঙে যায়। গত শনিবার ব্রাজিলের বেলো হরিজন্তেতে তার সফল অস্ত্রোপচার হয়েছে। পরদিন তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
চিকিৎসকদের মতে, পুরোপুরি সেরে উঠতে আড়াই থেকে তিন মাস সময় লাগবে নেইমারের।
১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ কোস্টা রিকা ও সার্বিয়া।
মার্সেলোর মতে, জাতীয় দলের হয়ে ৮৩ ম্যাচে ৫৩ গোল করা নেইমারের পরিস্থিতিটা জটিল। কিন্তু ব্রাজিলের মানুষ ও পুরো বিশ্ব দ্রুত তার দ্রুত সেরে ওঠার আশা করছে।
“নেইমার জানে মানুষ তার সঙ্গে আছে, ব্রাজিল তার পাশে আছে।“
“সে সেরে ওঠার সময় পাচ্ছে। সে বিশ্বকাপ খেলবে। আমি নিশ্চিত, সে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরবে।”
চোট পেয়ে ছিটকে পড়ার আগ পর্যন্ত দারুণ ছন্দে ছিলেন গত অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে পাড়ি জমানো নেইমার। পিএসজির হয়ে চলতি মৌসুমে ৩০ ম্যাচ খেলে ২৮ গোল করেছেন। পাশাপাশি লিগ ওয়ানে সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩ গোল।