দুই কোরিয়ার প্রেসিডেন্টদের বৈঠক ২৭ এপ্রিল


 আন্তর্জাতিক
দুই কোরিয়ার প্রেসিডেন্টদের বৈঠক ২৭ এপ্রিল
মে মাসে হবে প্রস্তাবিত ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠক। সেই বৈঠকের আগে দুই কোরিয়ার প্রেসিডেন্টদের মধ্যে অনুষ্ঠিত হবে একটি শীর্ষ বৈঠক।

সে বৈঠকের আলোচ্যসূচি, অগ্রাধিকার ও খুঁটিনাটি ঠিক করতে উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তের শান্তিগ্রাম পানমুনজমে এক প্রস্তুতি বৈঠকে বসে দুই কোরিয়া। তাতে সাব্যস্ত হয় ২৭ এপ্রিল হবে দুই কোরিয়ার প্রেসিডেন্টদের বৈঠকটি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, ২৯ মার্চ বৃহস্পতিবার দু’দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বৈঠকে বসে এই ঐকমত্যে পৌঁছেছে।বৈঁঠকটি সর্বাঙ্গীন সফল হয়েছে।  

এর আগে স্থানীয় সময় ১০টায় বৈঠকটি শুরু হয়।

গিয়ন আলোচনা শুরু কিছুক্ষণ আগে দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রী চো মিয়োউং-সাংবাদিকদের বলেন, উত্তর কোরীয় প্রতিনিধিদের সঙ্গে আমরা নিবিড় আলোচনা শুরু করবো। বৈঠকটিকে সফল করতে আমরা মরিয়া চেষ্টা চালাব।

উল্লেখ্য, মন্ত্রী নিজে দক্ষিণ কোরীয় দলটির নেতৃত্ব দেন। দলটিতে চো মিয়োউংয়ের ডেপুটি চুন হায়ে-সুং এবং প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মুখপাত্র উয়ুনইয়ং-চানের মতো গুরুত্বপূর্ণ লোকেরা।

ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠকটির আগে দুই কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব দেয় দক্ষিণ কোরিয়া। গত ২৪ মার্চ সে প্রস্তাবে রাজি হয় উত্তর কোরিয়া। বৃহস্পতিবারের প্রস্তুতি ভেঠকটি সফল হওয়ায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমনের চেষ্টায় আরো এক ধাপ অগ্রগতি হলো।