যুক্তরাষ্ট্রের অভিযোগ উড়িয়ে দিল রাশিয়া-তালেবান
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা দলের প্রধান জেনারেল জন নিকলসনের রাশিয়া-তালেবান সম্পৃক্ততার অভিযোগ পৃথক পৃথকভাবে উড়িয়ে দিয়েছে উভয়পক্ষ।
আফগান তালেবানকে রাশিয়া সমর্থন করছে এবং তাদের কাছে অস্ত্রও সরবরাহ করছে বলে বিবিসি সাক্ষাৎকারে দেওয়া নিকলসনের মন্তব্য প্রত্যাখ্যান করেছে কাবুলের রুশ দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস নিকলসনের মন্তব্যকে ‘ভিত্তিহীন’ এবং ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে।
ওদিকে, তালেবানের এক মুখপাত্রও বলেছেন, তারা কোনো দেশের কাছ থেকে কোনোরকম সহায়তা পাননি। পাকিস্তান-ভিত্তিক আফগান ইসলামিক প্রেস নিউজ এজেন্সিতে তালেবান মুখপাত্র বলেন, “শত্রুদের কাছে এ অভিযোগের কোনো প্রমাণ নেই।”
গত সপ্তাহে জন নিকলসন বিবিসি’র সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে বলেন, তিনি রাশিয়ানদের অস্থিতিশীল কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছেন।
তাজিক সীমান্ত দিয়ে রাশিয়ার অস্ত্র তালেবান যোদ্ধাদের হাতে আসছে বলে জানান নিকলসন। যদিও তা কি পরিমাণ সেটি বলতে পারেননি যুক্তরাষ্ট্রের এ কর্মকর্তা।
তবে রাশিয়া আফগানিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ক্ষুন্ন করছে বলে সাক্ষাৎকারে অভিযোগ করেন তিনি।