বসন্তের এই মাতাল সমীরণে

বসন্তের এই মাতাল সমীরণে

এই সময়ে নিয়মিত যত্নে ত্বক থাকবে উজ্জ্বল। মডেল: মৌসুম, ছবি: কবির হোসেন, স্টাইলিং: িবপাশা রায়, কৃতজ্ঞতা: হার্বস আয়ুর্বেদিক ক্লিনিক
এই সময়ে নিয়মিত যত্নে ত্বক থাকবে উজ্জ্বল। মডেল: মৌসুম, ছবি: কবির হোসেন, স্টাইলিং: িবপাশা রায়, কৃতজ্ঞতা: হার্বস আয়ুর্বেদিক ক্লিনিক
আবহাওয়া এখন এমন—এই গরম তো এই ঠান্ডা। ঋতুর হিসাবে শীত তো চলে গেছে, এসে গেছে বসন্ত। কিন্তু কমেনি শীতল হাওয়ার আমেজ। দিনভর রোদ আবার পড়ন্ত বিকেলে শীতল হাওয়ার পরশ। বসন্তের এই মাতাল সমীরণ মনে যতই রোমান্টিকতা জাগিয়ে তুলুক, ত্বকে বিরূপ প্রভাবই ফেলে।

বসন্তের এই শীত এই গরম আবহাওয়ার প্রভাব বেশি পড়ে ত্বক ও চুলে। কেননা গরম ও শীতে দুই ধরনের যত্নের প্রয়োজন পড়ে। কিন্তু যখন আবহাওয়া মিশ্র, তখন তো একটু চিন্তায় পড়তে হয় বৈকি।

রাজধানীর হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের রূপবিশেষজ্ঞ শাহীনা আফরিন বলছিলেন, এ সময়ে বাতাসে ধুলা বেশি থাকে। যে কারণে ত্বকে র‍্যাশ, ব্রণসহ নানা সমস্যার দেখা দেয়। এই আবহাওয়ায় ত্বকের জন্য চাই বিশেষ যত্ন।

সুন্দর ত্বক ও চুল, ফুরফুরে সারা বেলা
শীতে ত্বকের জন্য যেসব উপকরণ ভালো, গরমে সেটাই হয়ে উঠবে যন্ত্রণার কারণ। এখন তো ক্ষণে ক্ষণে বদলাচ্ছে আবহাওয়ার মতিগতি। খুব ভালো হয় যদি কোনো রূপবিশেষজ্ঞের তত্ত্বাবধানে রূপচর্চা করা যায়—এমনটাই মনে করেন পারসোনার পরিচালক নুজহাত খান। তিনি বললেন, যদি প্রসাধনের মেয়াদ থেকেও থাকে, তবু অনেক দিনের ব্যবহৃত প্রসাধন ব্যবহার না করাই ভালো। কারণ, এই সময় বাতাসে প্রচুর ধুলা ওড়ে, যাতে থাকে নানা ধরনের রোগজীবাণু। তাই ব্যবহৃত প্রসাধনে ধুলা পড়ে ত্বকে সমস্যা দেখা দিতে পারে। চিরুনি আর তোয়ালেটাও পরিষ্কার করতে হবে নিয়মিত।

বাইরে মিঠে রোদ। তাই বলে ভাববেন না যে এই রোদ আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না। বরং এই রোদে ত্বকের জন্য ক্ষতিকর উপাদান লুকিয়ে থাকে। তাই বাইরে বের হওয়ার সময় অবশ্যই এসপিএফ ৫০ সানস্ক্রিন ব্যবহার করতে হবে। পানিভিত্তিক ময়েশ্চারাইজার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে। এখন বাজারে জিঙ্ক অক্সাইড ও টাইটেনিয়াম অক্সাইডসমৃদ্ধ ম্যাট ময়েশ্চারাইজার পাওয়া যায়, যা ত্বককে তেলতেলে করে না।