রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল ৪ ইইউ দেশ

 রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল ৪ ইইউ দেশ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৪ টি দেশ তাদের পররাষ্ট্রমন্ত্রণালয়ে ডেকে পাঠিয়েছে রাশিয়ার রাষ্ট্রদূতদেরকে। রাশিয়ার বার্তা সংস্থা  এ খবর দিয়েছে।

ইইউ জুড়ে বেশ কয়েকটি দেশ এ সপ্তাহে রাশিয়ার কূটনীতিকদেরকে বহিষ্কার করতে পারে- এমন খবরের মধ্যে রাষ্ট্রদূত তলবের এ পদক্ষেপ এল।

ইইউ দেশগুলোর নেতারা গত সপ্তাহে যুক্তরাজ্যে পক্ষত্যাগী সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যাচেষ্টায় রাশিয়ারই জড়িত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে একমত পোষণ করেন।

এর পরিপ্রেক্ষিতে মস্কোয় নিযুক্ত ইইউ দূতকেও ফিরিয়ে নেওয়া হয়।

এরপরই সোমবার ইইউভুক্ত ৪ দেশ লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া এবং পোল্যান্ড নিজ নিজ দেশের রুশ রাষ্ট্রদূতদেরকে তলব করল।

লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় দেশটির রাজধানীতে রুশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর খবর বিবিসি’কে নিশ্চিত করে জানিয়েছে। এস্তোনিয়া এবং পোল্যান্ডও একই ধরনের খবর দিয়েছে।

এ কূটনৈতিক পদক্ষেপের আনুষ্ঠানিক কোনো কারণ এখন পর্যন্ত জানায়নি দেশগুলো। তবে ইংল্যান্ডে স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যাচেষ্টার জবাবে ইইউ দেশগুলো রুশ কূটনীতিক বহিষ্কারের পদক্ষেপ নিতে পারে বলে মনে করা হচ্ছে।

রাষ্ট্রদূতদের কাছ থেকে সোমবার বিকালেই সরকারি বিবৃতি আসার কথা রয়েছে। রাশিয়া ওই হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক বলেছেন, “শুক্রবার ইইউ সম্মেলনের শেষে একাধিক দেশ রুশ কূটনীতিক বহিষ্কার করবে। তবে সব ইইউ দেশই তা করবে বলে আমি মনে করি না।”

গত ৪ মার্চে ইংল্যান্ডে সলসবেরির উইল্টশায়ারে একটি পার্কের বেঞ্চ থেকে সংজ্ঞাহীন অবস্থায় সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়াকে (৩৩) উদ্ধার করা হয়।

মেডিক্যাল পরীক্ষায় স্ক্রিপাল ও তার মেয়েকে নোভিচক গ্রুপের একটি নার্ভ এজেন্ট দেওয়া হয়েছিল বলে জানা যায়। সাবেক সোভিয়েত ইউনিয়ন ৭০ ও ৮০’র দশকে এ  সিরিজের নার্ভ এজেন্টগুলো তৈরি করেছে।

সোভিয়েত যুগের নার্ভ এজেন্ট ব্যবহার হওয়ার কারণে ওই হত্যাচেষ্টার জন্য রাশিয়াকে দোষারোপ করে যুক্তরাজ্য গত সপ্তাহে ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।

পাল্টা পদক্ষেপে রাশিয়াও তাদের দেশ থেকে ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে।