থাই ক্লাবের কাছে হারল বাংলাদেশ

থাই ক্লাবের কাছে হারল বাংলাদেশ
লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে খেলা প্রস্তুতি ম্যাচে শেষ মুহূর্তে হেরেছে বাংলাদেশ। থাইল্যান্ডের লিগের দল রাচাবুরি এফসির কাছে ১-০ গোলে হারে অ্যান্ড্রু অর্ডের দল।

থাইল্যান্ডের লিগে গতবার ষষ্ঠ হওয়া রাচাবুরির কাছে বুধবার ম্যাচের ৮৯তম মিনিটে গোল খায় বাংলাদেশ। সমপং সোয়েলেবের একমাত্র গোলে জিতে স্বাগতিকরা।

আগামী ২৭ মার্চ লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচ সমানে রেখে গত ১৯ মার্চ থেকে থাইল্যান্ডে শিষ্যদের নিয়ে অনুশীলন করছেন অর্ড।

আগামী শুক্রবার থাইল্যান্ডেই ব্যাংকক গ্লাস এফসির সঙ্গে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ২৫ মার্চে লাওসে রওনা দেবে বাংলাদেশ দল।