শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমস হকির বাছাইয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

দুই দফা পিছিয়ে পড়ে সমতায় ফিরল বাংলাদেশ। শেষ দিকে মিলন হোসেনের গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমস হকির বাছাইয়ে ফাইনালে উঠেছে মাহবুব হারুনের দল।

বাছাইপর্বের প্রথম সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে ৩-২ গোলে হারায় বাংলাদেশ। দলের জয়ে জোড়া গোল করেন রোমান সরকার। অপর গোলদাতা মিলন।

এই জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য ধরে রাখল বাংলাদেশ। এ নিয়ে টানা সাত ম্যাচ তাদের হারাল জিমিরা।

ওমানের কাবোস ক্রীড়া কমপ্লেক্সে বৃহস্পতিবার ম্যাচের ৩৪তম মিনিটে সুদুসিংঘে সান্দারুয়ানের ফিল্ড গোলে পিছিয়ে পড়ে ‘এ’ পুলের চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠে আসা বাংলাদেশ।

রোমান সরকারের ফিল্ড গোলে ৪৯তম মিনিটে সমতার স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। দুই মিনিট পর জিমিদের স্বস্তি কেড়ে নেয় ‘বি’ পুলের রানার্সআপ হয়ে সেরা চারে আসা শ্রীলঙ্কা। পেনাল্টি স্ট্রোক থেকে গোলরক্ষককে পরাস্ত করেন রানাসিংহা ধাম্মিকা।

শেষ দিকে জমে ওঠা ম্যাচে রোমানের দ্বিতীয় গোলে ফের সমতায় ফেরে বাংলাদেশ। ৫২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাওয়া সুযোগটি কাজে লাগান এই মিডফিল্ডার। ৫৮তম মিনিটে মিলন হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত এ গোল ধরে রেখে ফাইনালে ওঠে হারুনের দল।