বিশ্বকাপের বলের সমালোচনায় গোলকিপাররা
রাশিয়া বিশ্বকাপের বল টেলস্টার-১৮কে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি দারুণ বললেও সমালোচনা করেছেন গোলকিপার জার্মানির মার্ক আন্দ্রে টের-স্টেগেন ও স্পেনের দাভিদ দে হেয়া। আরেক স্প্যানিশ গোলকিপার পেপে রেইনা তো দাবি তুলেছেন বিশ্বকাপের আগেই বলটি বদলে ফেলার।
বিশ্বকাপের বল নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের ব্যবহার করা বলে অনুপ্রাণিত হয়ে এবারের টেলস্টার-১৮ তৈরি করেছে।
গত শুক্রবার জার্মানি-স্পেন ১-১ ড্র হওয়া প্রীতি ম্যাচের পর বিশ্বকাপের বল নিয়ে সমালোচনায় মুখর হন দুই দলের গোলরক্ষক। ২৫ গজ দূর থেকে টমাস মুলারের শট অনেকটা লাফিয়ে উঠেও আটকাতে পারেননি দে হেয়া। স্পেনের গোলরক্ষকের চোখে টেলস্টার-১৮ ‘অদ্ভুত’।
“এটা আসলেই অদ্ভুত। বলটি আরও অনেক ভালোভাবে তৈরি করা যেত।”
বিশ্বকাপের বলের গতি-প্রকৃতিতে খুশি নন জার্মানির গোলরক্ষক টের স্টেগেন, “বলটি আরও ভালো হতে পারত। এটা খুব বেশি মুভ করে।”
“কিন্তু আমি মনে করি, বলটির সঙ্গে অভ্যস্ত হতে আমাদের আরও কাজ করতে হবে-বিশ্বকাপ শুরুর আগেই যত দ্রুত সম্ভব বলটি আয়ত্তে নেওয়ার চেষ্টা করতে হবে। এছাড়া আমাদের আরও কোনো উপায় নেই।”
দি হেয়ার সতীর্থ রেইনার দাবি টেলস্টার ১৮ বদলে ফেলার, “তাদের উচিত এটা বদলে ফেলা। এখনও সময় আছে।”