সেমিফাইনালের আগেই চওড়া হাসি ইস্টবেঙ্গলে, সুপার কাপে অ্যাডভান্টেজ লাল-হলুদ

সেমিফাইনালের আগেই চওড়া হাসি ইস্টবেঙ্গলে, সুপার কাপে অ্যাডভান্টেজ লাল-হলুদ
জোড়া তারকা ফুটবলারকে নিয়ে অস্বস্তির মধ্যেই স্বস্তি ইস্টবেঙ্গলের। সুপার কাপের সেমিফাইনালে সোমবার ইস্টবেঙ্গলের মুখোমুখি এফসি গোয়া।

একাধিক সমস্যায় আক্রান্ত ইস্টবেঙ্গল। ডুডু ওমাগবেমিকে নিয়ে সমস্যা এখনও জ্বলন্ত। সমর্থকদের উপরে রাগ এখনও কমেনি। উপরি জ্বালা হিসেবে ইস্টবেঙ্গলে হাজির খালিদ আউচো-ইস্যু। বেতন না পেয়ে তিনি দেশে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছিলেন বলে খবর।

জোড়া তারকা ফুটবলারকে নিয়ে অস্বস্তির মধ্যেই স্বস্তি ইস্টবেঙ্গলের। সুপার কাপের সেমিফাইনালে সোমবার ইস্টবেঙ্গলের মুখোমুখি এফসি গোয়া। ‘ঘরের ছেলে’ মেহতাব হোসেনের জামশেদপুরের মুখোমুখি হওয়ার সম্ভবনা ছিল। তবে সের্জিও লোবেরার এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামার আগেই চরম সমস্যার মধ্যেও মুখে চওড়া হাসি সুভাষ ভৌমিক-খালিদ জামিলের।



কারণ, হাড্ডাহাড্ডি জামশেদপুর-গোয়া ম্যাচে কার্ডের ছড়াছড়ি। গোয়া ৫-১’এ কপেল অ্যান্ড কোং-কে বিধ্বস্ত করলেও সেমিফাইনালে দলের পাঁচ তারকাকে বাইরে রেখে রণকৌশল সাজাতে হবে। সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিপক্ষে এফসি গোয়াতে থাকছেন না হুগো বুমাস (জোড়া হলুদ কার্ড), ব্রুনো পিনহেইরো(লাল কার্ড), সের্গিও মেরিন(লাল কার্ড), ব্রেন্ডন ফার্নান্ডেস(লাল কার্ড), প্রণয় হালদার(জোড়া হলুদ কার্ড)।

প্রথমার্ধে ব্রেন্ডন ফানান্ডেজ গোল উৎসবের শুরু করেছিলেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই দলের মোট হাফ ডজন ফুটবলারকে মার্চিং অর্ডার দিয়ে বের করে দেওয়া হয়। জামশেদপুরের হয়ে লাল কার্ড দেখেন সুব্রত পাল, আনাস এডাথোডিকা এবং কার্ভান্স বেলফোর্ট। অন্যদিকে সের্গেই জুৎসে, ব্রুনো পিনহেইরো এবং গোয়ার ব্রেন্ডন ফার্নান্ডেজ লাল কার্ড দেখেন। গোল বাতিলের দাবিকে কেন্দ্র করেই এই অপ্রীতিকর ঘটনা।

আট বনাম আটের লড়াইয়ে দ্বিতীয়ার্ধ দেখল পাঁচ গোল। গোয়ার হয়ে পর পর গোল করে যান ফেরান কোরোমিনাস, মনবীর সিংহ, হুগো বুমাস (২)। জামশেদপুরের হয়ে সংযোজিত সময়ে একমাত্র গোল করে যান অসীম বিশ্বাস।

সবমিলিয়ে, যুযুধান জামশেদপুর ও গোয়া ম্যাচের পর হাসি চওড়া হতে পারে ইস্টবেঙ্গল কর্তাদের। প্রধান পাঁচ ফুটবলারকে ছাড়াই দল সাজানোই এখন চ্যালেঞ্জ কোচ লোবেরোর কাছে। সোমবার এটাই ফ্যাক্টর হয় কি না, সেটাই আপাতত দেখার।