ক্রিকেট
কেন টেস্ট দলে সুযোগ পেলেন না পাকিস্তানের এই রান মেশিন? সমালোচনার ঝড়
ঘরোয়া ক্রিকেটের রান মেশিন ফাওয়াদ আলম পাকিস্তানের টেস্ট দলে উপেক্ষিত হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তার কাছে অবাক লেগেছে নির্বাচকদের কাছে ফাওয়াদের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচিত না হওয়ায়। ঘরোয়া ক্রিকেটের শ্রেষ্ঠ পারফরমারের পাকিস্তানের টেস্ট দলে জায়গা না পাওয়ার বিষয়টি বোধগম্য নয় বলেও জানান দেশটির সাবেক অধিনায়ক বিশ্বকাপজয়ী ক্রিকেটার ওয়াসিম আকরাম।
গত রোববার আসন্ন ব্রিটেন সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান। পিসিবির ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো লংগার ফরম্যাটের ভার্সনে খেলার জন্য ডাক পেয়েছেন মারকুটে ওপেনার ফখর জামান, ইমাম-উল-হক, সাদ আলি ও উসমান সালাহউদ্দিন।
পাকিস্তানের ঘোষিত দলে ফাওয়াদের অনুপস্থিতি বোধগম্য নয় বলে অভিমত দিলেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার আশায় ঘরোয়া ক্রিকেটে অংশ নেন ক্রিকেটাররা। আমি জানি না কেন ফাওয়াদ সুযোগবঞ্চিত হচ্ছে। শেষ তিন-চার মওসুমে ধারাবাহিকভাবে পারফরম করার পরও কিভাবে তিনি উপেক্ষিত থাকতে পারেন, তা আমার ধারণার বাইরে।’
পাকিস্তানের আসন্ন ইউরোপ সফরের টেস্ট দলে ফাওয়াদের অনুপস্থিতি ঝড় তুলেছে পাকিস্তানের ক্রিকেটেও। সমালোচনার মুখে পড়েছেন ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। যদিও ফাওয়াদের বাদ পড়ার বিষয়টি নিয়ে নির্দিষ্ট কারণ ইতোমধ্যেই ব্যাখ্যা করেছেন পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। তার দাবি, সাম্প্রতিক সময়ে ফাওয়াদের চেয়ে অনেক যোগ্য ক্রিকেটারের আবির্ভাব হয়েছে পাকিস্তানের ক্রিকেটে।
ইনজামাম-উল হক বলেন, ‘ফাওয়াদ দারুণ একজন ক্রিকেটার। কিন্তু আমরা সাদকে নেটে পরীক্ষা করেছি। সর্বসম্মতভাবে তাকে দলভুক্তির সিদ্ধান্ত হয়। আমি জানি অনেকে হতাশ হয়েছে ফাওয়াদকে দলে না দেখে। তবে আমাদের অবশ্যই প্রতিভার বিকাশকে প্রাধান্য দিতে হবে।’
২০০৯ সালে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেন ফাওয়াদ আলম। পরবর্তী টেস্টে অংশগ্রহণের পরই বাদ পড়েন। এর পর থেকেই তার অপেক্ষার সূচনা পাকিস্তানের লংগার ফরম্যাটের ক্রিকেটে প্রত্যাবর্তনের। সর্বশেষ চার বছরে ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেয়ার পরও উপেক্ষিত থেকে গেলেন বাঁ-হাতি ব্যাটসম্যান।
৩২ বছর বয়সী ক্রিকেটারের প্রথম শ্রেণীর ক্যারিয়ারের রান ইতোমধ্যেই অতিক্রম করেছে ১০ হাজারের কোটা। সেঞ্চুরি ২৭টি। ম্যাচপ্রতি তার গড়ও প্রায় ৬০-এর কাছাকাছি।
টেস্ট দলে ইনজামাম-উল-হকের ভাতিজা
ওয়াডের পর টেস্ট ক্রিকেটের জার্সিতে পাকিস্তান ক্রিকেট দলে দেখা যাবে দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম-উল-হককে। গত অক্টোবরে ইমাম-উল অভিষেক ম্যাচেই দারুণ এক শতক উপহার দিয়ে ছিলেন।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে আগামী মাসেই যুক্তরাজ্য যাচ্ছে পাকিস্তান দল। সে উপলক্ষে ১৬ সদস্যের দল ঘোষণায় বাঁহাতি ব্যাটসম্যান ইমামের সাথে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আরও তিন তরুণ। দুই ব্যাটসম্যান ফাখার জামান ও সাদ আলীর সঙ্গে স্কোয়াডে আছেন অলরাউন্ডার উসমান সালাহউদ্দিনও।
অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটারের সফরে অবশ্য জায়গা হয়নি ওয়াহাব রিয়াজের। কোচ মিকি আর্থারের সাথে দ্বন্দ্বে জড়িয়ে জরিমানাটা দিতে হলো ৩২ বছর বয়সী পেসারকে। রিয়াজের সাথে হিপ ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন লেগ-স্পিনার ইয়াসির শাহও।
১১ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে তাদের অভিষেক টেস্টে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে পাকিস্তান। এক টেস্ট ম্যাচ খেলে লর্ডসের বিমানে চাপবেন সরফরাজ আহমেদের দল। সেখানে ২৪ মে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে লড়বে পাকিস্তান। হেডিংলিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১ জুন স্বাগতিকদের মুখোমুখি হবে সফরকারী দলটি।
পাকিস্তান টেস্ট দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আজহার আলী, ইমাম-উল-হক, সামি আসলাম, হারিস সোহেল, বাবর আজম, ফাখার জামান, আসাদ শফিক, উসমান সালাহউদ্দিন, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মাদ আব্বাস, হাসান আলী, রাহাত আলী ও ফাহিম আশরাফ।