অভিষেকের ফোন চেক করেন অ্যাশ! বিবাহ বার্ষিকীতে কেঁচো খুঁড়তে বেরল কোন সাপ
সোজাসাপটা ভাষায় উত্তর না দিয়ে ‘নেভার’ অথবা ‘হ্যাভ’ এই দুটি শব্দ ব্যবহার করতে বলা হয়েছিল। এই খেলাটির নাম ‘নেভার হ্যাভ আই এভার’।
২৫ মার্চের একটি ইনস্টাগ্রাম ভিডিও হঠাৎ করেই ভাইরাল ইন্টারনেটে। এক সাক্ষাৎকারের ‘ওয়াইল্ড ফায়ার’ রাউন্ডে ঐশ্বর্যকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি স্বামীর ফোন চেক করেন কি না। সোজাসাপটা ভাষায় উত্তর না দিয়ে ‘নেভার’ অথবা ‘হ্যাভ’ এই দুটি শব্দ ব্যবহার করতে বলা হয়েছিল। এই খেলাটির নাম ‘নেভার হ্যাভ আই এভার’।
অর্থাৎ আপনি যদি কোনও প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ তে জবাব দিতে চান তাহলে আপনাকে দেখাতে হবে ‘হ্যাভ’ লেখা প্ল্যাকার্ড। আর যদি আপনার উত্তর ‘না’ হয়, তবে আপনাকে দেখাতে হবে ‘নেভার’ লেখা প্ল্যাকার্ড।
প্রশ্নকর্তার প্রশ্নের জবাবে ঐশ্বর্য ‘না’ বললেও জবাব দেওয়ার ভঙ্গিমায় যথেষ্ট ধোঁয়াশা ছিল।
২০০৭ সালের ২০ এপ্রিল ‘গুরু’ (২০০৭) সিনেমার নায়ক নায়িকার বিয়ে হয়। দাম্পত্যের এতগুলো বছর পেরিয়ে আসার পরেও স্বামীর ফোন কেন চেক করেন ঐশ্বর্য? নাকি এসবই ভ্রান্ত ধারণা? জোর গুঞ্জন নেটিজেনদের মধ্যে।