এশিয়া
মহাসাগরে অ্যান্টি-মিসাইল শিল্ড তৈরির পরিকল্পনা চীনের
সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র-বিরোধী (অ্যান্টি-মিসাইল) ব্যবস্থা গড়ে তুলে চীন তা এশিয়া-প্যাসিফিক ও ভারত মহাসাগরে মোতায়েনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সামরিক বিশেষজ্ঞরা। সম্প্রতি চীন মাঝারি পাল্লার প্রতিরক্ষাব্যবস্থার সফল পরীক্ষা চালানোর ঘোষণার প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা এই কথা জানান। এই অ্যান্টি-ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চীনকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষা দেবে।
শীর্ষস্থানীয় পরমাণু শক্তিধর আমেরিকা ও রাশিয়ার অ্যান্টি-মিসাইল প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে চীনের এই উদ্যোগ। চীন এর আগে ২০১০ ও ২০১৩ সালে এই ব্যবস্থার পরীক্ষা চালিয়েছিল। স্নায়ুযুদ্ধকালীন পরিস্থিতিতে রক্ষা পাওয়ার জন্য চীন এশিয়া-প্যাসিফিকে সমুদ্রভিত্তিক একটি ব্যবস্থা নিয়েও কাজ করছে বলে পর্যবেক্ষকেরা জানিয়েছেন।
চীন ও বিশ্বের বৃহত্তম মহাসাগরের মধ্যে ফার্স্ট আইল্যান্ড চেন নামে অভিহিত বেশ কিছু দ্বীপ রয়েছে। বেইজিং বলছে, আমেরিকা স্নায়ুযুদ্ধের সময় থেকে ফার্স্ট আইল্যান্ড চেন ব্যবহার করে চীনকে ঘিরে ফেলার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সামরিক বিশেষজ্ঞ সং ঝোংপিং ফনিক্স টেলিভিশনকে বলেন, চীনের সমুদ্রভিত্তিক অ্যান্টি-মিসাইল সিস্টেমের লক্ষ্য তার ভূখণ্ড ও সাগরের স্বার্থ রক্ষা। যেসব স্থানে তার রণতরীগুলো যেতে পারে, সেখানে প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করা হবে। চীন তার বৈদেশিক স্বার্থ রক্ষার জন্য প্রথমে এশিয়া-প্যাসিফিক অঞ্চল ও ভারত মহাসাগরের দিকে নজর দেবে। একইসঙ্গে গভীর সমুদ্রে চলাচল করতে সক্ষম একটি নৌবাহিনী গড়ার চেষ্টা করছে চীন। এই বাহিনী বিশ্বব্যাপী চলাচল করতে পারবে, তার পানিভাগের স্বার্থও রক্ষা করবে। ২০৩০ সাল নাগাদ চারটি বিমানবাহী ব্যাটল গ্রুপ গঠনেরও পরিকল্পনা করছে চীন। চীনের আমদানি করা তেলের চার ভাগের তিন ভাগই আসে ভারত মহাসাগর বা মালাক্কা প্রণালী দিয়ে।
পিপলস লিবারেশন আর্মির সেকেন্ড আর্টিলারি কোরের প্রাক্তন সদস্য সং বলেন, আমেরিকা ও অন্যান্য দেশ চীনকে সংযত করার জন্য ইন্দো-প্যাসিফিক কৌশল গ্রহণ করেছে। এর জবাবে চীন অবশ্যই ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থা মোতায়েন করবে।
ম্যাকাওয়ের সামরিক বিশেষজ্ঞ ওঙ দং বলেন, চীন নতুন প্রজন্মের সাগরভিত্তিক এইচকিউ-২৬ অ্যান্টি-মিসাইল ব্যবস্থা নির্মাণ করে ফেলেছে। এর পাল্লা ৩,৫০০ কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্র দেশটির বৃহত্তম ডেস্ট্রয়ারে মোতায়েন করা হতে পারে। সামরিক বিশ্লেষক ঝু চেনমিং বলেন, আমেরিকার রয়েছে ৬,৮০০ পরমাণু যুদ্ধাস্ত্র। অথচ, চীনের আছে মাত্র কয়েক শ'। এই কারণে চীনের ক্ষেপণাস্ত্র-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।
চীনের দক্ষিণাঞ্চলে নৌকাডুবিতে ১৭ জনের মৃত্যু
চীনের দক্ষিণাঞ্চলে শনিবার দুটি ড্রাগন বোট ডুবে ১৭ জন প্রাণ হারিয়েছে।
রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।
শনিবার বিকেলে গিলিন নগরীর তাওহুয়া নদীতে নৌকা বাইচ চলার সময় সরু লম্বা নৌকা দুটি ডুবে যায়। এই ঘটনায় প্রায় ৬০ জন পানিতে পড়ে যায়। খবর এএফপি’র।
উদ্ধার কর্মীরা রাত ১০টার দিকে প্রায় ৪০ জনকে জীবিত উদ্ধার করে।
গিলিন এর কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রামবাসীরা পুলিশকে না জানিয়েই এই প্রতিযোগিতার অনুশীলনের আয়োজন করে। এই ঘটনায় দুই আয়োজককে আটক করা হয়েছে।