বেশ কয়েক বছর পরে পুরনো নায়ককে পেলেন পাওলি
বিয়ের পরে আবারও ছবির কাজে ব্যস্ত হয়েছেন পাওলি দাম। তাঁর বিপরীতে এবার যিনি এলেন, তিনি বাংলার হার্টথ্রব হলেও অনেক বছর তাঁর সঙ্গে কাজ করেননি তিনি।
বিয়ের পরে কিছুদিন ব্রেক নিয়েছিলেন। সেটা স্বাভাবিক। কিন্তু কাজ ছাড়া বেশিদিন থাকতে পারেন না অভিনেত্রী পাওলি দাম। বিশেষ করে যদি চরিত্র এবং গল্প তাঁর মনোমতো হয় তবে সিদ্ধান্ত নিতে খুব একটা দেরি করেন না তিনি। ইতিমধ্যেই শ্যুটিং ও ডাবিং পর্ব শেষ মনোজ মিশিগানের ছবি ‘তৃতীয় অধ্যায়’-এর। এই ছবিতেই পুরনো নায়ককে ফিরে পেয়েছেন পাওলি।
বেশ অনেক বছর পরে আবির চট্টোপাধ্যায় ও পাওলি দাম জুটিকে দেখতে চলেছেন দর্শক। দুই তারকার অনুরাগীদের কাছেই অত্যন্ত সুখবর। তার উপর ছবিটি একটি রোম্যান্টিক থ্রিলার। ছবির গল্প ও চিত্রনাট্য দুই-ই পরিচালক মনোজ মিশিগানের। বিবেক রাংতা ও রাঘবেন্দ্র রাংতা প্রযোজিত এই ছবিতে পাওলি ও আবির ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস, অরুণিমা হালদার, অভিজিৎ রায়, ইকবাল সুলতান ও মনোজ মিশিগান নিজেও।
ছবির অনেকটা অংশের শ্যুটিং হয়েছে ঝাড়খণ্ডে। সম্প্রতি ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। ছবির থিম অনুযায়ী এই লুকটি ডিজাইন করেছেন টলিউডের অত্যন্ত প্রতিভাবান ও কনিষ্ঠতম পোস্টার আর্টিস্ট ও আর্ট ডিরেক্টর একতা ভট্টাচার্য। ছবি মুক্তির দিন এখনও পর্যন্ত ঘোষণা না হলেও এই বছরের মাঝামাঝি ছবিটি মুক্তি পাওয়ার কথা বলে জানা গিয়েছে।