সিরিয়ায় সেনা পাঠাবে সৌদি!
সিরিয়ায় সেনা পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে সৌদি আরব। আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় এ সেনা মোতায়েন করা হবে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের মঙ্গলবার এ কথা জানান। রিয়াদে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান. সিরিয়ায় সেনা পাঠানোর বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও প্রস্তাব দিয়েছিল সৌদি।
তিনি বলেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি আমরা। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকেই এ নিয়ে আমরা আলোচনা করেছি।
এদিকে, ওয়ালস্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আরব বাহিনী গঠন করতে চাচ্ছেন। সেখানে সৌদি আরব ও আমিরাতের সেনারাও অংশ নেবেন। সিরিয়ায় মার্কিন সেনাদের স্থলাভিষিক্ত করতেই তিনি এ বাহিনী গঠন করতে চান।
প্রসঙ্গত, সৌদি আরব ২০১৬ সালে আইএসের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ায় সেনা পাঠাতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছিল। আইএসকে হটাতে ২০১৪ সালের শুরু থেকে বিমান হামলায় অংশ নেয় সৌদি। কিন্তু স্থল অভিযানে সেনা মোতায়েন বন্ধ রেখেছিল দেশটি।
সূত্র: আল-জাজিরা