ব্র্যাভোর ব্যাটে ক্যারিবিয়ান ক্যালিপসো, মাহিকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন সলমনের ভক্ত কেদার

ব্র্যাভোর ব্যাটে ক্যারিবিয়ান ক্যালিপসো, মাহিকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন সলমনের ভক্ত কেদার
ক্যারিবিয়ান তারকা ৩০ বলে করলেন ৬৮ রান। ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি এবং সাতটি বিশাল ছয়। স্ট্রাইক রেট ২২৬.৬৬।

উদ্বোধনী ম্যাচ থেকেই জমে গেল একাদশ আইপিএল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে উড়িয়ে দিয়ে যাত্রা শুরু হল চেন্নাই সুপার কিংসের।টসে জিতে এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৮ বলে ১৫ রান করেন। পরে ঈশান কিষণ (৪০), হার্দিক পাণ্ড্য (অপরাজিত ২২) এবং ক্রুণাল পাণ্ড্য (অপরাজিত ৪১)।

পাল্টা রান তাড়া করতে নেমে ৮৪ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেই জায়গা থেকে চেন্নাইকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন ডোয়েন ব্র্যাভো এবং কেদার যাদব। ক্যারিবিয়ান তারকা ৩০ বলে করলেন ৬৮ রান। ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি এবং সাতটি বিশাল ছয়। স্ট্রাইক রেট ২২৬.৬৬। কিন্তু ১৯ ওভারে ব্র্যাভো ফিরে যাওয়ার পর আবার লড়াইয়ে ফিরে আসে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু রোহিত শর্মাদের স্বপ্নে কাঁটা হয়ে দাঁড়ালেন সলমন খানের ভক্ত কেদার যাদব। একটি ছয় এবং একটি চার মেরে তিনিই এনে দিলেন মধুর জয়।