২২৮ নম্বর জার্সি কেন পছন্দ পাণ্ড্যর! জেনে নিন আসল কারণ

২২৮ নম্বর জার্সি কেন পছন্দ পাণ্ড্যর! জেনে নিন আসল কারণ 
ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য ২২৮ নম্বর পছন্দ করেন কেন? জেনে নিন আসল কারণ।

এ একেবারে গোড়ার দিকের ঘটনা। তখন ভারতীয় দলে সদ্য জায়গা পেয়েছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। তাঁর ২২৮ নম্বর জার্সি দেখে সবাই বিস্মিত হয়ে গিয়েছিলেন। কারণ খোঁজার চেষ্টা শুরু করে দেন ক্রিকেটপ্রেমীরা।

পছন্দের নম্বর চয়ন করার নির্দিষ্ট কিছু কারণ থাকে। বিরাট কোহলি ১৮ নম্বর জার্সি পরেন। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট খেলার সময় থেকেই কোহলি ১৮ নম্বর জার্সি পরে খেলতেন। ঘটনা হল, ২০০৬ সালের ১৮ ডিসেম্বর কোহলির বাবা পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছিলেন। সেই কারণেই কোহলির পিঠে দেখা যায় ১৮ নম্বর জার্সি পরে। 

পাণ্ড্যর ২২৮ নম্বর জার্সি পরার পিছনে অবশ্য অন্য কারণ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আয়োজিত অনূর্ধ্ব ১৬ প্রতিযোগিতার একটি ম্যাচে ৩৫০ রান তাড়া করতে নেমে একটা সময়ে সমস্যায় পড়ে গিয়েছিল বরোদা। ২৩ রানে চার-চারটি উইকেট পড়ে গিয়েছিল বরোদার। পাণ্ড্য খেলতে নেমে হিসেব উল্টে দিয়েছিলেন। একাই খেলেছিলেন ২২৮ রানের বিস্ফোরক ইনিংস। পাণ্ড্যর এই ইনিংসের ফলে বরোদা ম্যাচটা জিতে নিয়েছিল। তার পর থেকেই ২২৮ নম্বর পয়মন্ত হয়ে ওঠে পাণ্ড্যর কাছে। এখন অবশ্য জার্সির নম্বর বদলে ফেলেছেন ভারতের এই অলরাউন্ডার।