ধোনি ভক্তের কান্ড...
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ধোনিই সবচেয়ে বেশি ভক্তদের কাছাকাছি গেছেন। এটা নিয়ে তর্ক থাকতে পারে। তবে ভারতের টেস্ট দল থেকে অবসর নেওয়া ধোনির ভক্ত সংখ্যায় একটুও ভাটা পড়েনি। রাজস্থানের বিপক্ষে চেন্নাইয়ের খেলার সময় তার এক ভক্ত মাঠে ঢুকে পড়েলেন। কান্ড করে বসলেন মাঠের মধ্যেই।
রাজস্থানের বিপক্ষে চেন্নাইয়ের হয়ে শুক্রবারের ম্যাচে সব আলো তো কেড়েছেন শেন ওয়াটসন। বুড়ো হাড়ের ভেলকিতে করেছেন দারুণ এক সেঞ্চুরি। কিন্তু আলো পড়েছে চেন্নাই অধিনায়ক ধোনির দিকেও। ব্যাট হাতে ধোনি অবশ্য তেমন কিছু করতে পারেননি। ফিরে গেছেন মাত্র ৫ রানে। কিন্তু ব্যাটে নামার সময় এক ভক্তের মন রক্ষা করতে হলো ভারতকে তিনটি বৈশ্বিক শিরোপা জেতানো সাকেব অধিনায়ককে।
চেন্নাইয়ের ইসিংসের ১২ তম ওভারের ঘটনা। আউট হয়ে সাজঘরে ফিরছেন সুরেশ রায়না। আর গ্লাভস পরতে পরতে মাঠে নামছেন ধোনি। হঠাৎ করে এক ভক্ত মাঠে ঢুকে পড়লেন। পড়ে গেলেন ধোনির পায়ে। ধোনির আর কি করার! ভক্তের পায়ে পড়া এই তো আর প্রথম নয়। এর আগেও সামলাতে হয়েছে তাকে এমন পরিস্থিতি।
ভক্তকে ডেকে তুললেন ধোনি। তারপরে হাঁটতে হাঁটতে কথা বললেন ভক্তের সঙ্গে। তাকে বুঝিয়ে আবার ফিরে যেতে বললেন স্টেডিয়ামে। ধোনিকে ছুঁতে পেরে ভক্ত যেন ছুঁয়ে ফেললেন আকাশের চাঁদ। ভক্ত দুইহাত বুকে রেখে তাকালেন আকাশের দিকে। যেন তার বহুদিনের ইচ্ছা পূরণ হয়েছে। ধোনি এ ম্যাচে ব্যাট হাতে ভালো না পারলেও তার দল অবশ্য দারুণ জয় তুলে নিয়েছে। রাজস্থানকে হারিয়েছে ৬৪ রানের বড় ব্যবধানে।