ভারতের সঙ্গে চবাহারে অংশ নিতে পাকিস্তানকে আহ্বান ইরানের
ভারতের সঙ্গে চবাহার প্রজেক্টে পাকিস্তানকে যোগ দিতে আহ্বান করল ইরান। ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফ পাকিস্তানকে এই প্রস্তাব দিয়েছেন। তিনদিনের সফরে বর্তমানে পাকিস্তানে রয়েছেন তিনি।
পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’-এর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের গিয়েই এই প্রস্তাব দেন ইরানের মন্ত্রী। ইরানের বিদেশমন্ত্রী জারিফ জানিয়েছেন, ‘চবাহারে অংশ নেওয়ার জন্য আমরা চিন ও পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছি।
চবাহার পোর্টের মাধ্যমে আফগানিস্তান তথা মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যের পথ খুলে যাবে ভারতের। এই সব অঞ্চলে বাণিজ্যের জন্য পাকিস্তানের উপর দিয়ে সংযোগ তৈরি হওয়ায় ভারতের পক্ষে রাস্তাটা কঠিন ছিল। তাই চবাহার বন্দর খুবই গুরুত্বপূর্ণ। গত বছরের নভেম্বরে এই চবাহারের মাধ্যমেই আফগানিস্তানে গম পাঠায় ভারত।