কোপা-তে গোলের রেকর্ড গড়লেন মেসি

ফুটবল
কোপা-তে গোলের রেকর্ড গড়লেন মেসি
সেভিয়ার বিপক্ষে শনিবার ফাইনালে গোল করার মাধ্যমে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পাঁচটি কোপা ডেল রে ফাইনালে গোল করার কৃতিত্ব দেখালেন লিওনেল মেসি। ফাইনালে সেভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে টানা চতুর্থবারের মত শিরোপা জিতেছে বার্সেলোনা। ওয়ান্ডা মেট্রোপালিটানোতে কালকের ফাইনালে বার্সা সবদিক থেকেই ছিল অপ্রতিরোধ্য। মেসি দলের পক্ষে দ্বিতীয় গোল করার পাশাপাশি দলের আরো দুই গোলে সহযোগিতা করেছেন।

৩১ মিনিটে গোল করার মাধ্যমে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোপা ডেল রে’র পাঁচটি ফাইনালে গোল করার কৃতিত্ব দেখালেন মেসি। এর আগে ১৯৪০ ও ৫০’র দশকে অ্যাথলেটিকো বিলবাওয়ের তারকা টেলমো জারা এই কৃতিত্ব অর্জন করেছিলেন। যদিও সব মিলিয়ে এই পাঁচটি ফাইনালে মেসির ৬ গোলের থেকে জারার ৮ গোল কিছুটা এগিয়ে রয়েছে।

এদিকে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের জন্য এটি অন্যরকম এক রেকর্ড ছিল। গতকাল তিনি দুটি গোল করেছেন। আর এর মাধ্যমে বার্সার হয়ে পাঁচটি ভিন্ন প্রতিযোগিতার ফাইনালে গোল করার কৃতিত্ব দেখালেন সুয়ারেজ।



৩০তম কোপা ডেল রে শিরোপা জিতলো বার্সেলোনা

কোপা ডেল রে’র ফাইনালে সেভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শিরেপা জিতেছে বার্সেলোনা। লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের উজ্জীবিত পারফরমেন্সে এবারের মৌসুমে প্রথম ঘরোয়া শিরোপা জিতলো কাতালান জায়ান্টরা। লীগ শিরোপা জয়ের পথেও আর্নেস্টো ভালভার্দের দল বেশ ভালমতই এগিয়ে রয়েছে। এই শিরোপার মাধ্যমে ক্লাব ইতিহাসে ৩০তম ও টানা চতুর্থ কোপা ডেল রে শিরোপা জেতার কৃতিত্ব দেখালো বার্সা।

ওয়ান্ডা মেট্রোপালিটানোতে প্রথমার্ধে মেসির একটি ও সুয়ারেজের দুই গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। পরে দ্বিতীয়ার্ধে আন্দ্রেস ইনিয়েস্তা ও ফিলিপ কুতিনহোর আরো দুই গোলে সেভিয়ার বড় পরাজয় নিশ্চিত হয়।

গত পাঁচ বছরে প্রতিটি ফাইনালেই খেলেছেন কাতালান জায়ান্টরা। ম্যাচ শেষে একে অপরকে জড়িয়ে ধরা কিংবা হাই ফাইভ দিয়ে শিরোপা উদযাপন হলেও সকলের মনেই আগামী রোববার ডিপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচটি নিয়ে যত চিন্তা, কারণ ওই ম্যাচে জিততে পারলে লা লিগার শিরোপাও নিশ্চিত হবে ভালভার্দের দলের। একইসাথে ঘরোয়া মৌসুমে ডাবল শিরোপাও ঘরে আসবে।

তবে এবারের লীগ শিরোপাটি হতে পারে বার্সেলোনার জন্য একটু অন্যরকম। প্রথম দল হিসেবে লা লিগায় অপরাজিত থেকে শিরোপা নিশ্চিতের হাতছানি এখন মেসিদের সামনে। আর এটা করতে পারলেই কেবল রোমার কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায়ের হতাশা কিছুটা হলেও কাটবে। কালকের ফাইনালে অন্তত একটি বিষয় নিশ্চিত হয়েছে ভালভার্দের দল সবসময় মেসির উপরই নির্ভরশীল নয়। যদিও কালকের ম্যাচেও যথারীতি আর্জেন্টাইন এই তারকা ছিলেন স্বমিহায় উজ্জ্বল।

যদিও ম্যাচটি শুধুমাত্র মেসিময় ছিল না। সুয়ারেজ দুই গোলের মাধ্যমে মৌসুমের ৩১ ও ৩২তম গোল করেছেন। ইনিয়েস্তাও দারুন উজ্জীবিত খেলা উপহার দিয়েছেন। চায়না যাবার আগে এটিই হয়তবা ৩৩ বছর বয়সী বার্সা অধিনায়কের সর্বশেষ কাতালান জার্সি গায়ে কোন ফাইনাল ম্যাচ। যে কারনে ইনিয়েস্তার ফেয়ারওয়েলটাও স্মরণীয় হয়ে থাকলো। আর তাই হয়তবা ৫২ মিনিটে ইনিয়েস্তার গোলের পরে সতীর্থদের কাছ থেকে অভিনন্দনটাও একটু অন্যরকমই ছিল। ৬৯ মিনিটে স্পট কিক থেকে কুতিনহো দলের বড় জয় নিশ্চিত করেন।

সেভিয়ার জন্য পরাজয়টা এবারের মৌসুমে অনেকটা নিয়মিতই হয়ে গিয়েছিল। লা লিগায় তারা অষ্টম স্থানে রয়েছে। ইউরোপা লিগে খেলাও এখন তাদের সামনে অনেকটাই চ্যালেঞ্জিং বিষয়। কোচ ভিনসেনজো মনটেলাসহ বেশ কয়েকজন খেলোয়াড়ই হয়ত গ্রীষ্মে দলত্যাগে প্রস্তুতি নিয়ে ফেলেছেন।

ম্যাচ শুরুর ১৪ মিনিটেই সিলিসেনের লম্বা পাস থেকে কুতিনহো সেভিয়ার রক্ষণভাগে নিজেকে ফাঁকা পেয়ে শেষ মুহূর্তে সুয়ারেজের দিকে বল বাড়িয়ে দেন। ওই পাস থেকে দলকে এগিয়ে দিয়েছিলেন সুয়ারেজ। এরপর অবশ্য কিছুক্ষণের জন্য সেভিয়াই ম্যাচ নিয়ন্ত্রণ করেছে। জেসাস নাভাসের ক্রস থেকে সেভিয়ার তিনজন খেলোয়াড়ের কেউই বল ধরতে পারেননি। ফ্র্যাংকো ভাসকুয়েজের হেড গোলের ঠিকানা খুঁজে পায়নি। ৩১ মিনিটে ইনিয়েস্তা বল বারে লাগার পরপরই ফিরতি বলে জোর্দি আলবার ব্যাক হিলে মেসি দলের ব্যবধান দ্বিগুন করেন। বিতর্কিত অফ-সাইডের কারণে মেসির দ্বিতীয় গোলটি বাতিল হয়ে যায়। যদিও ৪১ মিনিটে উরুগুয়ের তারকা সুয়ারেজ আর কোনো ভুল করেননি। বিরতির আগে মেসির সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন সুয়ারেজ।