নম্বর বদলে ফেলুন চুপিচুপি! নতুন ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ-এর ‘চেঞ্জ নাম্বার’ ফিচার-এর এই আপডেট-এ ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপ নম্বর বদলালেও, তা জানতে পারবে না তার হোয়াটসঅ্যাপে থাকা সমস্ত কনট্যাক্টস-রা।
উপভোক্তাদের জন্য ফের নতুন আপডেট নিয়ে এল হোয়াটসঅ্যাপ। নিজের হোয়াটঅ্যাপ নম্বর বদলালেও তা এবার থেকে জানতে পারবে না কনট্যাক্টস-এ থাকা সকলে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান ২.১৮.৯৭-এর ইউজাররা এই পরিষেবা পাবেন। হোয়াটসঅ্যাপ-এর ‘চেঞ্জ নাম্বার’ ফিচার-এর এই আপডেট-এ ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপ নম্বর বদলালেও, তা জানতে পারবে না তার হোয়াটসঅ্যাপে থাকা সমস্ত কনট্যাক্টস-রা। একমাত্র সিলেক্ট করা কিছু কনট্যাক্টস-ই এই নতুন নম্বর দেখতে পাবে।
এই নতুন পরিষেবা আপাতত আইওএস অর্থাৎ, অ্যাপেল ফোন ব্যবহারকারীরা উপভোগ করতে পারবে। পরে উইনডোজ এবং অ্যান্ড্রয়েড উপভোক্তারাও পাবেন এই আপডেট।
জেনে নিন এই পরিষেবাটি পাওয়ার পদ্ধতি—
• হোয়াটসঅ্যাপ-এ লগ ইন করুন।
• সেটিংস অপশান সিলেক্ট করুন।
• চেঞ্জ নাম্বার-এ ক্লিক করুন।
• আপনার পুরনো এবং নতুন নম্বর টাইপ করুন।
• যে কনট্যাক্টগুলির সঙ্গে নিজের নতুন নম্বরটি শেয়ার করতে চান, সেগুলি সিলেক্ট করে ‘ওকে’ অপশান-এ ক্লিক করুন।
More Link
More Link