আন্তর্জাতিক ক্রিকেটে সুনাম ফেরাতে নামী তারকা কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ক্রিকেটে সুনাম ফেরাতে নামী তারকা কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার
অবশেষে জাতীয় দলের কোচ ঠিক করে ফেলল অস্ট্রেলিয়া। জাস্টিন ল্যাঙ্গারকে কোচ করে জাতীয় ক্রিকেটের পরিশুদ্ধির কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তারা। শুক্রবারই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ল্যাঙ্গারকে নিয়োগ করার সিদ্ধান্তের কথা সরকারিভাবে ঘোষণা করতে চলেছে। এমনটাই জানানো হয়েছে সেই দেশের সংবাদমাধ্যমে।

বল বিকৃতি কাণ্ডে অভিযুক্ত হওয়ার পর স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার এক বছরের জন্য নির্বাসিত। কলঙ্কের দায় মাথায় নিয়ে সরে দাঁড়িয়েছিলেন কোচ ডারেন লেম্যানও। তরুণ  ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফ্টকেও ১১ মাসের নির্বাসনে পাঠানো হয়েছে।

গোটা বিশ্ব ক্রিকেটে বল বিকৃতি কাণ্ডে আপাতত নিন্দিত অস্ট্রেলিয়া। প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটাররাও স্টিভ স্মিথদের মানসিকতাকে একহাত নিয়ে মুখ খুলেছেন। জাতীয় দলের এমন টালমাটাল পরিস্থিতিতেই জাস্টিন ল্যাঙ্গারকে হেড কোচ করার ভাবনা ক্রিকেট অস্ট্রেলিয়ার। বিগ ব্যাশ লিগের অন্যতম সফল কোচ ল্যাঙ্গার। কোচিং করান পারথ স্কর্চার্স ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। পারথ স্কর্চার্সের হয়ে তিনবার বিবিএল খেতাব জেতার পাশাপাশি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ হিসেবে বেশ কিছু একদিনের খেতাবি যুদ্ধও জিতেছেন।

জুনে ইংল্যান্ডে যাচ্ছে অস্ট্রেলিয়া। সেখানে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ থেকেই শুরু ল্যাঙ্গার-যুগ। কঠিন সময়ে ল্যাঙ্গার অস্ট্রেলিয়ান ক্রিকেটের সুসময় ফিরিয়ে আনতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।