আইপিএলে এমনটা আগে করেননি মোস্তাফিজ

ক্রিকেট
আইপিএলে এমনটা আগে করেননি মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম জয় পেলো মোস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্স। চতুর্থ ম্যাচে এসে জয়ের মুখ দেখলো তারা। তবে দলের জয়ের দিন ছন্দে ছিলেন না বাংলাদেশের হাসি মুখের এই ঘাতক। আগের তিন ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স ছিল মোস্তাফিজের। শিকার করেছেন পাঁচ উইকেট। অথচ কাল কোনো উইকেটই নিতে পারেননি। উল্টো এতো রান দিয়েছেন যে লজ্জার রেকর্ড গড় ফেলেছেন।

মঙ্গলবার রাতে প্রথমে ব্যাট করতে নেমে ২১৩ রানের বিশাল স্কোর গড়ে মুম্বাই। এবারের আসরে এখনো পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর। জবাবে ব্যাট করতে গিয়ে ১৬৭ রানে গুটিয়ে যায় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন ক্রুনাল পান্ডে। আর দুটি নেন জসপ্রিত বুমরাহ। অথচ মোস্তাফিজ ছিলেন উইকেট শূন্য। উইকেট না নিলেও অন্যান্য দিন রান দেয়ার দিক দিয়ে তিনি কিপটেমি করলেও কাল তেমনটা দেখা যায়নি। উল্টো সবচেয়ে বেশি রান দিয়েছেন তিনি। ৪ ওভার বল করে দিয়েছেন ৫৫ রান! আইপিএলে এতো রান এর আগে কখনো দেননি তিনি। এর আগে ২০১৬ মৌসুমে দিল্লির বিপক্ষের ম্যাচে সর্বোচ্চ ৩৯ রান দিয়েছিলেন এই পেসার।

চলতি মৌসুমে মুম্বাইয়ের হয়ে প্রথম ম্যাচে ৪ ওভারে দেন ৩৯ রান। তবে পরের দুই ম্যাচেই জাত চেনান তিনি। সাবেক দল হায়দরাবাদের বিপক্ষে ২৪ রানে নেন ৩ উইকেট। পরের ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে ২৫ রান দিয়ে নেন ১ উইকেট।

তবে এবারের আসরের মোস্তাফিজের চেয়েও বেশি রান দিয়েছেন উমেশ যাদব। ৪ ওভারে সর্বোচ্চ ৫৯ রান দিয়েছেন তিনি। আছেন সর্বোচ্চ রান দেয়ার তালিকার প্রথমে। আর দ্বিতীয় স্থানে আছেন মোস্তাফিজ।

 মুম্বাই কেমন লাগছে মোস্তাফিজের

২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমানের। অভিষেকের পর সানরাইজার্স হায়দারবাদে দু’বছর কাটানোর পর আইপিএলের চলতি আসরে নতুন দল পেয়েছেন ফিজ। এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন তিনি। প্রায় তিন সপ্তাহ হতে চলল, মুম্বাইয়ের সাথে আছেন এবং ইতোমধ্যে ৩টি ম্যাচ খেলেও ফেলেছেন ফিজ। এই তিন সপ্তাহের অভিজ্ঞতা থেকে মুম্বাই ড্রেসিংরুম বেশ উপভোগ করছেন মোস্তাফিজ। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় মুম্বাই ইন্ডিয়ান্সে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

ভিডিওতে মোস্তাফিজ বলেন, ‘এ বছর প্রথমবার মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছি। এর আগের দু’বছর আমি হায়দারাবাদে খেলেছি। এটা নতুন ড্রেসিং রুম, এখানে সিনিয়র অনেক খেলোয়াড় আছে। আমার বয়সীও অনেকে আছে। টিম কম্বিনেশন অনেক ভালো। কোচরা যথেষ্ট সাহায্য করছেন। খেলোয়াড়রাও অনেক সাহায্য করছে।’

হায়দরাবাদে মোস্তাফিজের কোচ ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় টম মুডি। এবার মুম্বাইয়ে তার প্রধান কোচ শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। সাথে আরো আছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। বোলিং কোচের দায়িত্ব পালন করছেন বন্ড। তাই জয়াবর্ধনে ও বন্ডের কাছে অনেক কিছুই শিখছেন বলে জানান ফিজ, ‘নতুন কোচের সাথে কাজ করলে সব সময় নতুন অনেক কিছু শেখা যায়। আমিও শেখার চেষ্টা করছি।’

মুম্বাই ইন্ডিয়ান্সের পেস আক্রমণে ভরসার প্রতীক মোস্তাফিজুর ও ভারতের জসপ্রিত বুমরাহ। প্রথম তিন ম্যাচ বিবেচনায় যখন তখন ব্রেক-থ্রু এনে দেয়ার পাশাপাশি ডেথ ওভারেও পারদর্শিতা দেখাচ্ছেন দু’জনে। বুমরাহ’র সাথে রসায়নটা বেশ ভালোই জমে উঠেছে তার। বুমরাহ’র সাথে বোলিং উপভোগ করছেন ফিজ, এমনটা অকপটে স্বীকার করলেন, ‘বুমরাহ এখন খুব ভালো বোলিং করছে। বিশেষ করে ডেথ ওভারে সে খুবই ভালো বোলিং করে। এখন দু’জন একসাথে বোলিং করতে পারছি, আমারও খুব ভালো লাগছে।’

মোস্তাফিজ-বুমরাহ’র দুর্দান্ত নৈপুণ্যের পরও টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচই হারে মুম্বাই। এখন পর্যন্ত ফিজ ৫টি ও বুমরাহ ৩টি উইকেট নিয়েছেন। (১৬ এপ্রিল, ২০১৮ প্রকাশিত সংবাদ)