প্রতিকূলতার পরও লড়াইয়ে প্রস্তুত অরেঞ্জ আর্মি

প্রতিকূলতার পরও লড়াইয়ে প্রস্তুত অরেঞ্জ আর্মি
আইপিএলের ১১তম আসরে লড়াইয়ে প্রস্তুতি অরেঞ্জ আর্মি সানরাইজার্স হায়দরাবাদ। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে তারা। আসর শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে দলটি। অধিনায়ক ডেভিড ওয়ার্নার বল টেম্পারিং কাণ্ডে বাদ পড়েছেন। তাই নতুন করে দল গোছাতে হয়েছে। বাছাই করতে হয়েছে অধিনায়ক। এবং ওয়ার্নারের বদলে নেয়া হয়েছে আরো একজনকে। আসরের আগ মুহূর্তে এই ঘটনায় বিপদে পড়েছে হায়দরাবাদ। তবে তা সামলে নিয়ে আজ আবার মাঠে নামছে তারা। এই দলের হয়েই খেলতে নামছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এবারই প্রথম হায়দরাবাদের জার্সি গায়ে খেলবেন তিনি। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

আইপিএলে দীর্ঘ সময় কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। তবে এবার নতুন নিয়মের কারণে নিলামে উঠতে হয় তাকে। তখন হায়দরাবাদ দলে ভেড়ায় এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।

দলে ওয়ার্নার না থাকায় অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তাতে পারে সাকিবের উপর। আসর শুরুর বেশ কয়েকদিন আগেই ভারতে পৌঁছেছেন তিনি। হায়দরাবাদের হয়ে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন। কখনও বল হাতে আর কখনো ব্যাট হাতে। আজ মাঠে তার ঝলক দেখানোর পালা। কেকেআরের পর নতুন দলে কতটা নিজিকে মেলে ধরতে পারেন- সেটাই দেখার বিষয়।

সাকিব ছাড়াও দলে আছেন দলে রয়েছেন ভারতের তুখোড় ওপেনার শেখর ধাওয়ান, মানিষ পান্ডে, ইউসুফ পাঠান, ভুবনেশ্বর কুমার। এ ছাড়া আছেন আফগানিস্তানের তারকা লেগ-স্পিনার রশিদ খান আর হার্ডহিটার মোহাম্মাদ নবি। আছেন অ্যালেক্স হেলস, কর্লোস ব্রেটওয়েট প্রমুখ।



আইপিএল : সাকিব-মোস্তাফিজের খেলা কবে-কখন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের পর্দা উঠেছে শনিবার। এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন মোস্তাফিজুর রহমান। আর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাকিব আল হাসন। উদ্বোধনী ম্যাচে মোস্তাফিজের মুম্বাইয়ের প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস। শেষ ওভারের নাটকীয়তায় ১ উইকেটে জয় পায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। সোমবার প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিবের দল। তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

লিগে প্রতিদলের বিপক্ষেই দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। সেই হিসেবে সাকিব-মোস্তাফিজ দুইবার একে অপরের মুখোমুখি হবে। প্রথম ম্যাচ হবে ১২ এপ্রিল। আর দ্বিতীয়টি ২৪ এপ্রিল। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৮টায়।

দেখে নিন সাকিব-মোস্তাফিজের খেলাগুলো কবে-কখন হবে :

তারিখ-----------------------সময়-----------------দল

৯ এপ্রিল--------------------৮টা ৩০---------হায়দরাবাদ বনাম রাজস্থান

১২ এপ্রিল-------------------৮টা ৩০---------হায়দরাবাদ বনাম মুম্বাই

১৪ এপ্রিল------------------৪টা ৩০----------মুম্বাই বনাম দিল্লি

১৪ এপ্রিল------------------৮টা ৩০----------কলকাতা বনাম হায়দরাবাদ

১৭ এপ্রিল------------------৮টা ৩০---------মুম্বাই বনাম বেঙ্গালুরু

১৯ এপ্রিল------------------৮টা ৩০---------পাঞ্জাব বনাম হায়দরাবাদ

২২ এপ্রিল------------------৪টা--------------হায়দরাবাদ বনাম চেন্নাই

২২ এপ্রিল------------------৮টা ৩০---------রাজস্থান বনাম মুম্বাই

২৪ এপ্রিল------------------৮টা ৩০----------মুম্বাই বনাম হায়দরাবাদ

২৬ এপ্রিল------------------৮টা ৩০-----------হায়দরাবাদ বনাম পাঞ্জাব

২৮ এপ্রিল------------------৮টা ৩০----------চেন্নাই বনাম মুম্বাই

২৯ এপ্রিল------------------৪টা ৩০-----------রাজস্থান বনাম হায়দরাবাদ

১ মে------------------------৮টা ৩০-----------বেঙ্গালুরু বনাম মুম্বাই

৪ মে------------------------৮টা ৩০-----------পাঞ্জাব বনাম মুম্বাই

৫ মে------------------------৮টা ৩০------------হায়দরাবাদ বনাম দিল্লি

৬ মে------------------------৪টা ৩------------মুম্বাই বনাম কলকাতা

৭ মে------------------------৮টা ৩০-----------হায়দরাবাদ বনাম বেঙ্গালুরু

৯ মে------------------------৮টা ৩০-----------কলকাতা বনাম মুম্বাই

১০ মে----------------------৮টা ৩০------------দিল্লি বনাম হায়দরাবাদ

১৩ মে----------------------৪টা ৩০------------চেন্নাই বনাম হায়দরাবাদ

১৩ মে-----------------------৮টা ৩০-----------মুম্বাই বনাম রাজস্থান

১৬ মে-----------------------৮টা ৩০------------মুম্বাই বনাম পাঞ্জাব

১৭ মে-----------------------৮টা ৩০-----------বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ

১৯ মে------------------------৮টা ৩০-----------হায়দরাবাদ বনাম কলকাতা

২০ মে------------------------৪টা ৩০-----------দিল্লি বনাম মুম্বাই