মধ্যপ্রাচ্য
সিরিয়ায় নিহতদের ৮৫ ভাগ সাধারণ জনগণ!
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘দ্যা সিরিয়ান অবজারভেটরি ফর হিউ্ম্যান রাইটস’-এর প্রতিবেদনে জানা গেছে, ৮ বছর ধরে চলমান সিরিয়ার গৃহযুদ্ধে নিহতের ৮৫ ভাগই হচ্ছে সাধারণ জনগণ।
সাত বছরের ক্রমবর্ধমান বোমা হামলায় নগরীর কোনো প্রান্তের স্থাপ্তত্য বলতে কিছু বাকি নেই। জীবন ধারণের জন্য নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা। সিরীয় সরকার যখন ব্যস্ত আকাশ পথে ক্ষেপণাস্ত্র হামলায়, তখন মেডিকেল কর্মচারী আর ডাক্তারেরা অন্য এক যুদ্ধে। জীবন জীবনের জন্য, এই ব্রতকে সামনে রেখেই অবিরত আহত জীবন বাঁচিয়ে চলেছেন তারা।
ডাঃ হামিদ বলেন, ‘যেসব শিশুরা মারা যায়, তারা বেশির ভাগই মাথায় এবং পেটে আঘাতপ্রাপ্ত থাকে। কিছু পেয়েছি যাদের সরাসরি হার্টে জখম হয়েছিল। এইসব বাচ্চাদের প্রয়োজন ৭-১৪ দিনের নিবিড় স্বাস্থ্যসেবা। লন্ডনে থাকলে এরা বেঁচে যেত। গৌতাতে আমরা ওদের জন্য কিছুই করতে পারছি না। রক্তপাত বন্ধ করে কিছুটা ঠিক করার একটু চেষ্টা করে আমরা ওদেরকে মরতে দেই।
সিরিয়ায় নিহত সাড়ে ৩ লাখ, গৃহহীন এক কোটি ২০ লাখ
সিরিয়ায় সাত বছরের গৃহযুদ্ধে প্রায় ৩ লাখ ৫০ হাজার বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। গৃহহীন হয়েছে এক কোটি ২০ লাখ মানুষ, যা দেশের মোট জনসংখ্যার অর্ধেক।
এ সময়ের মধ্যে হয়েছে নানা সমঝোতা চেষ্টা। কিন্তু কিছুই কাজে আসেনি। ব্যর্থ হয়েছে জাতিসংঘের উদ্যোগও। বর্তমানে ভেঙে পড়েছে পুরো সিরিয়া। সংঘাতের শিগগিরই কোনো সমাধান হবে- এমন আশাও করা যাচ্ছে না।
আর এখনতো সেখানে চলছে যুদ্ধ। হতাহত হচ্ছে মানুষ। যিুদ্ধে জড়িয়ে পড়েছে তুরস্ক, ইরান, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ আরো অনেক দেশ।