অর্জুনের সান্নিধ্যেই বিধ্বংসী রোহিত, প্রকাশ্যে এল আসল কাহিনি

অর্জুনের সান্নিধ্যেই বিধ্বংসী রোহিত, প্রকাশ্যে এল আসল কাহিনি
অর্জুন নেটে বোলিং শুরু করার আগে বাবা সচিন এসে তাঁকে বেশ কিছু সময় ধরে টিপস দেন।
অর্জুনের বলে ব্যাট করলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। ছবি: অর্জুন তেন্ডুলকর ও রোহিত শর্মার ফেসবুক থেকে।
বাবা সচিন তেন্ডুলকর। কিংবদন্তি ক্রিকেটারের পুত্র হলেও অর্জুন তেন্ডুলকর জানেন, নিজেকে প্রতিষ্ঠা করতে হলে বাবার পরিচয়ের সার্টিফিকেট দিয়ে কিছু হবে না। লাগবে নিরলস অধ্যবসায় ও পরিশ্রম। আর ঠিক সেভাবেই নিজেকে তৈরি করে চলেছেন তিনি। 


এর আগেও নেটে ক্রিকেট তারকাদের বল করতে দেখা গিয়েছিল তাঁকে। আবারও তিনি ফিরে এলেন নেটে। তাঁর বলে ব্যাট করলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মঙ্গলবার ৫২ বলে ঝকঝকে ৯৪ রানের ইনিংস খেলার আগে নেটে অর্জুনের বলেই ব্যাট করে প্রস্তুতি সারেন ‘হিটম্যান’। 

অর্জুন নেটে বোলিং শুরু করার আগে বাবা সচিন এসে তাঁকে বেশ কিছু সময় ধরে টিপস দেন। তার পরই বল শুরু করেন তিনি। 

দ্রুত পরিণত হয়ে উঠছেন অর্জুন। ঘণ্টায় ১৩৫ কিমি গতিতে এর মধ্যেই বল করছেন তিনি। গতি আরও বাড়ানোতেই আপাতত মনোনিবেশ করেছেন সচিন-পুত্র। আর তাই নিয়মিত অনুশীলনের পাশাপাশি নেটে তারকা ক্রিকেটারদের বল করে নিজেকে আরও ঘষামাজা করে নিচ্ছেন তিনি। 

আর সব সময়ই তাঁর পাশে থাকছেন বাবা সচিন।